খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালানো হয়েছে। ২৬ ডিসেম্বর দিবাগত রাত ১. ৩০ মিনিটে এ হামলা চালানো হয়। পাথর মেরে বাড়ির কাচের জানালা ভেঙ্গে চুরমার করা হয়। গত ১৭ ডিসেম্বর হামলা চালিয়ে পানির পাম্প লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয় মাটিরাঙ্গা থানাতে ডায়রী করার এক সপ্তাহের মাথায় আবারো নতুন করে এ হামলা চালানো হয়।
আল মামুন জানান, স্থানীয় আওয়ামী ফ্যাসিস্ট এর দোরস রা আমাকে এর আগে হামাল চালিয়ে রক্তাক্ত করেছে, এখন সেই মামলা তুলে নেওয়ার জন্য আমাকে বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে কাজ না হওয়ায় এখন বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর লুটপাট চালানো হচ্ছে। গত কয়েকমাস ধরে আমি চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছি। এর সুযোগে এ হামালা চালানো হয়। আমি আইনগত ব্যবস্থা নিব।