বাংলাদেশের গ্রাম গন্জ থেকে শুরু করে শহরের অলিগলিতে সবযায়গায় ভাইরাসের মত ছরিয়ে গেছে অনলাইন ক্যাসিনো।
বিভিন্ন বয়সের মানুষ এই জুয়ায় আশক্ত ইতিমধ্যে আমরা অনুসন্ধান করে বেশ কয়েক অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পারি। এর মধ্যে Elon casino অন্য তম, এরা মানুষকে সর্বশান্ত করে দেয়, কোন প্লেয়ার যদি ভাগ্য ক্রমে বেশি টাকা জিতে যায় তখনই শুরু হয় তাদের তাল বাহানা বিভিন্ন অজুহাত দিয়ে সেই টাকা আর প্লেয়ারের পকেট পর্যন্ত পৌঁছায় না। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বিকাশ /নগদ এর মত প্রতিষ্ঠান তাদের সহযোগিতা করে। এ বিষয় সিআই ডি সাইবার ক্রাইমের অতিরিক্ত ডিআইজির সাথে কথা বললে তিনি বলেন, আমরা জুয়া এবং মানিলন্ডারিং আইন সংশোধন এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জানিয়েছি। এ বিষয় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে । নগদ কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে info@nagad.com.bd এই মেইলে মেইল করার জন্য বলে মেইল করলেও নগদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।