• বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার মার্কো রহনপুর পুনর্ভবা নদীতে ছাত্রের মরদেহ উদ্ধার বিএনপিতে কোন সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবেনা: কাজী মফিজুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিমানবন্দর থানা সেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রা নবযোগদানকৃত ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সাংবাদিকদের সাথে মতবিনিময় ও বইমেলা-২০২৪ উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত শরণখোলায় ব্রাকের সহায়তায় সাইক্লোন রিমেলে ক্ষতিগ্রস্ত ৫৫ পরিবার পেল নতুন ঘর ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ০৮ জন ঝালকাঠিতে জঙ্গিদের বোমা হামলায় নিহত দুই বিচারকের শ্রদ্ধাঞ্জলি! রামপালে তিন দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন রামপাল প্রতিনিধি সাব্বির আহমেদের মাধ্যমে জানা যায় তারাকান্দা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা আদায়

নবযোগদানকৃত ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সাংবাদিকদের সাথে মতবিনিময় ও বইমেলা-২০২৪ উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা

এনামুল হক ছোটনঃ

ময়মনসিংহের নবযোগদানকৃত বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ময়মনসিংহে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে তিনি ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাওয়া বইমেলা-২০২৪ উপলক্ষ্যে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন।

মতবিনিময় সভায় আলোচনাকালে বিভাগীয় কমিশনার দায়িত্ব পালনকালে সাংবাদিকসহ সকল গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করেন। সাংবাদিকদের দায়িত্ব পালনকালে সব ধরনের প্রশাসনিক সহায়তা দেয়া হবে বলে জানান। সাংবাদিকরা যদি কোনো ব্যাপারে আস্থাহীনতায় ভোগেন, সে জায়গা থেকে যেন বের হয়ে আসা যায়, সে লক্ষ্যে কাজ করা হবে বলে আশ্বাস দেন। নতুন কিছু করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং ময়মনসিংহ বিভাগকে উন্নয়নের দিক থেকে শীর্ষস্থানীয় বিভাগে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনাকালে সাংবাদিকগণ নগরীর বিভিন্ন সেক্টরে বিদ্যমান সমস্যাসমূহ বিভাগীয় কমিশনারকে অবগত করেন এবং তার কার্যকর সমাধানের লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয় যেন যথাযথ পদক্ষেপ নেয়, সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন।

মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার আগামী ১৫-২২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৪ উপলক্ষ্যে সাংবাদিকদের এক সংক্ষিপ্ত প্রেসব্রিফিং করেন। তিনি বলেন, পাঠ্যাভ্যাস অমিত সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দেয়। মানুষের মস্তিষ্ককে আলোকিত করে। আলোকিত মানুষ তৈরি করতে সহায়তা করে। আর বইমেলা মানুষের বই পড়ার অভ্যাস গড়ে তুলে, বইয়ের প্রতি মমত্ববোধ তৈরি করে। বইমেলা আয়োজনে এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং বইমেলা সফল হবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, আগামী ১৫ থেকে ২২ নভেম্বর প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৪ অনুষ্ঠিত হবে।

সভায় ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তারসহ ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ