• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন

শরণখোলায় ব্রাকের সহায়তায় সাইক্লোন রিমেলে ক্ষতিগ্রস্ত ৫৫ পরিবার পেল নতুন ঘর

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

বাগেরহাট শরণখোলা

মোঃ শাহীন হাওলাদার

বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ সাইক্লোন রিমেল ইমার্জেন্সি রেসপন্স প্রোজেক্টের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্থাটির সাইক্লোন রিমেল এমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট এর এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের উপজেলা সমন্বয়ক পলাশ দাসের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এই অঞ্চলের সুবিধা বঞ্চিত দরিদ্র পরিবারকে সহায়তা করার জন্য এ ধরনের প্রকল্প নিয়ে আসায় ব্রাককে ধন্যবাদ জানাই। এসময় তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার মধ্যে অংশীদারিত্বের উপর গুরুত্বআরোপ করেন। এছাড়াও কর্মশালায় অংশ নেয়ায় উপকারভোগী পরিবারের সদস্যদের এবং এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করার জন্য সকলকে শুভেচ্ছা জানান। উক্ত অনুষ্ঠানের কার্যক্রম সহ ব্রাকের সহায়তায় সাইক্লোন রিমেলে ক্ষতিগ্রস্ত ৫৫ টি পরিবারকে নতুন ঘর ৫৫ টি ল্যাট্রীন ও বিকাশের মাধ্যমে ৫৫৫ পরিবারকে ৫০০০ পাঁচ হাজার টাকা দেয়া সহ অন্যান্য সুবিধাসমূহ প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মাহবুব উল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা যুব বিষয়ক কর্মকর্তা শিশির কুমার দাশ,ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান মাঈনুল ইসলাম টিপু, সাউথখালী ইউনিয়নের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব,ব্রাক জেলা সমন্বয়ক এস,এম ইদ্রীস আলম,ব্রাকের ফিল্ড কো-অর্ডিনেটর জি,এম মইনুল ইসলাম,সাংবাদিক শাহীন হাওলাদার প্রমূখ। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,জনপ্রতিনিধি,সাংবাদিক,বিভিন্ন এনজিওর কর্মকর্তাগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ