• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ০৮ জন

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

ময়মনসিংহ কোতোয়ালী

এনামুল হক ছোটনঃ

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে। 

মোট ০৮ জন আসামী গ্রেফতার করে। এসআই (নিঃ) জাহিদুল ইসলাম সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া দস্যুতার চেষ্টা মামলার আসামী ১। রাকিব (৩০), পিতামৃত-সাইফুল, সাং-বলাশপুর মুক্তিযোদ্ধা আবাসন, ২। পাপ্পু আহম্মেদ (২৪), পিতা-হারুন আহম্মেদ হাসেম, মাতা-পারভীন আক্তার, সাং-জেল রোড ঠাকুরবাড়ী, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে অত্র থানাধীন পাটগুদাম এলাকা হইতে গ্রেফতার করা হয়েছে।এসআই (নিঃ) আল আমিন সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চুরি মামলার আসামী ১। রিয়াদ (২১), পিতা-ইউসুফ আলী, মাতা-জাহানারা বেগম, সাং-আকুয়া দরবার শরীফ,থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন নতুন বাজার এলাকা হইতে গ্রেফতার করা হয়। এসআই (নিঃ) নিজামুল হক সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। দিলরুবা সুলতানা (৫০), পিতা: মৃত-রুহুল উদ্দিন আহমদ, স্বামী: মৃত-বাবুল আহম্মেদ, সাং- ২/৩, হরি কিশোর রায় রোড, ওয়ার্ড নং- ০৭, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, এপি/সাং-কাঠগোলা বালুর ঘাট জনৈক আকরাম হোসেন এর বাসার ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। মোঃ হারেজ উদ্দীন (৬০), পিতা: মৃত- রজিব উদ্দিন ওরফে রাজীব উদ্দিন, মাতাঃ মৃত-তাফরন বেগম, সাং: পূর্ব রামচন্দ্রপুর, থানা: পাঁচবিবি, জেলা: জয়পুরহাট’দ্বয়কে অত্র থানাধীন রামবাবু রোড এলাকা হইতে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ৪৭০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। এছাড়াও এসআই (নিঃ) আব্দুল হক, খোরশেদ আলম, এএসআই (নিঃ) রজব আলী প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২টি সিআর সাজা ও ০১টি সিআর সহ মোট ০৩টি পরোয়ানা তামিল করেন। পরোয়ানা ভূক্ত আসামীদের নাম ও ঠিকানা-১। টি এল ফারনান্দো, পিতা-রোল্ডে ফারনান্দো, গ্রাম-শম্ভুগঞ্জ (শম্ভুগঞ্জ বাজার) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ।
২। মোঃ শফিকুল ইসলাম , পিতা-মোঃ হোসেন আলী, (সাং-৭৮,সেহড়া,ঢাকা রোড) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ।
৩। মোঃ ওমর ফারুক, পিতা-মোঃ আবু বকর সিদ্দিক, স্থায়ী: গ্রাম- চকনজু, উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ। প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ