• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

গাজীপুরে চাইল্ড কেয়ার হাই স্কুলে বিজ্ঞান মেলা ২০২৪

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

এহসানুল হক কবির:স্টাফ রিপোর্টার

গাজীপুরের বানিয়ারচালা গ্রামে অবস্থিত চাইল্ড কেয়ার হাই স্কুলে অনুষ্ঠিত হলো “বিজ্ঞান মেলা ২০২৪।” উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতার মিলনমেলা হিসেবে এই মেলা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশেষ অতিথিদের জন্য এক অসাধারণ উপলক্ষ হয়ে ওঠে।

ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক এই মেলার উদ্বোধন করেন।

বিজ্ঞান মেলার মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের তৈরি করা উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার প্রকাশ হিসেবে বৈচিত্র্যময় প্রজেক্ট উপস্থাপন করে। প্রজেক্টগুলোতে দেখা যায় কীভাবে সাধারণ ধারণাগুলো বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে অসাধারণ রূপ নিতে পারে।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউটি’র অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. শাহাদৎ হোসেন খান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর। তিনি নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোশাররফ হোসাইন বিচারকের দায়িত্ব পালন করেন। সভাপতিত্ব করেন চাইল্ড কেয়ার হাই স্কুলের সভাপতি মো. মোবারক হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী মাসুদুল কবির মোনায়েম ও পরিবেশবিদ সাঈদ চৌধুরী। ফজর আলী, যিনি চাইল্ড কেয়ার হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সঞ্চালনার দায়িত্ব পালন করেন। অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন এবং সৃজনশীলতাকে আরও উৎসাহিত করার পরামর্শ দেন।

বিজ্ঞান প্রকল্পের পাশাপাশি মেলায় সৃজনশীল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মাঝে আনন্দ ও মুগ্ধতা ছড়িয়ে দেয়। মেলার এমন আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে সমৃদ্ধ করার পাশাপাশি ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে সহায়ক হিসেবে কাজ করবে।

বিজ্ঞান মেলা ২০২৪-এর সাফল্য প্রমাণ করে যে নতুন প্রজন্মের উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশ আরও এগিয়ে যাবে এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করবে। চাইল্ড কেয়ার হাই স্কুলের এই উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও সৃজনশীল করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ