গড়ি দুরন্ত বাংলাদেশ, সাইকেলে চলি, সবুজের কথা বলি, মাদকমুক্ত বাংলাদেশ গড়ি- এই শ্লোগানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে এবং দুরন্ত বাই সাইকেলের সহযোগিতায় রাজশাহীতে অনুষ্ঠিত হলো সাইকেল স্ট্যান্টশো।
৮ই নভেম্বর ২০২৪ শুক্রবার বিকাল ৪ টায় রাজশাহী কেন্দ্রীয় ঈদগা মাঠের সামনে এই স্ট্যান্টশো অনুষ্ঠিত হয়। উক্ত সাইকেল স্ট্যান্টশোতে ০.৬ গ্রেভিটি রাইডারের একশ সদস্য সাইকেল নিয়ে বিভিন্ন স্ট্যান্টশো প্রদর্শন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
অনুষ্ঠানে তিনি বলেন, মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আমাদের পুরো সমাজকে বিশেষত তরুণ সমাজকে মাদক মুক্ত রাখতে হবে বাইসাইকেলের মাধ্যমে দূষণ রোধ করা যায়, বাইসাইকেলের মাধ্যমে শারীরিক ব্যয়াম করা যায়। তরুণ সমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রয়োজন, এজন্য আমরা এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তা করতে পারি।
এছাড়াও তিনি স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত বাই সাইকেল চালানোর উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে তিনি সকল সহযোগী ও উদ্যোক্তা এবং অংশগ্রহণকারীদের সাফল্য কামনা করে বক্তব্য শেষ করেন।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমাসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, হেড অফ মার্কেটিং, এজিএম ব্রান্ড (আরএফএল-আরএমআইএল, বাইক অ্যান্ড এসটিএল), খন্দকার আরিফ হোসেন ব্রান্ড ম্যানেজার (আরএফএল বাইক), সিফাত উদ্দিন বেগ, জাতীয় সভাপতি রাউন্ড টেবিল বাংলাদেশ, মাহমুদ আল-ওয়াহিদ ইসাদ, চেয়ারম্যান, ঢাকা রাউন্ড টেবিল-১।
অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ও সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাউন্ড টেবিল বাংলাদেশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন রাউন্ড টেবিল বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি ও সাইকেল স্ট্যান্টশো কমিটির প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ রনি।