মোঃ কামরুজ্জামান
আজ বুধবার সকাল সকাল ১০টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিঁনি। তার জন্ম: ৫ মে ১৯৬৫ ইং, চট্টগ্রাম শহরে। মৃত্যু ১৭ জুলাই-২০২৪। তিঁনি হলেন একজন কৃতি বাংলাদেশী ক্রীড়াবিদ। তিনি প্রথম বাংলাদেশী হিসাবে কমনওয়েলথ গেমসে স্বর্ণ পদক জয়ের গৌরব অর্জন করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৯ বছর। দীর্ঘ দিন ধরে ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপে ভোগেছিলেন।
সাবেক এই ক্রীড়াবিদের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন এবং পার্বত্য আলীকদম ও লামার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আতিকুর রহমান ১৯৯০ সালে অকল্যান্ড কমনওয়েলথ গেমসে আবদুস সাত্তার নিনির সঙ্গে জুটি বেঁধে ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন। একই গেমসে এই জুটি ফ্রি পিস্তল ইভেন্টে অংশ নিয়ে জিতেছিল ব্রোঞ্জও। এছাড়া সাফ গেমসে বাংলাদেশকে পাঁচটি স্বর্ণপদক এনে দেন আতিকুর রহমান। তিঁনিই ১৯৯০ সালে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ের গৌরবে শুটিংয়ে বিশ্ব দরবারে প্রথম বাংলাদেশের নাম লিখিয়েছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন তিনি। ২০০৮ সালে দু:স্থ মানুষের জন্য তার কাছের বন্ধু সাইফুদ্দীন জালালিসহ লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, মাচিংনু মার্মা, খলিলুর রহমান (মরহুম), চট্টগ্রাম শহরের আরো কয়েকজন বন্ধু মিলে একটি পাবলিক সহায়তা কেন্দ্র চালু করেন। এই সহায়তার মাধ্যমে আলীকদম শিবাতলীসহ আশপাশের এলাকায় প্রান্তিক জনগোষ্ঠি, অনাথালয়, এতিমখানা, মসজিদ মাদরাসায় নানা সাহায্য করে আসছে সংগঠনটি।