সোহাগ আরেফিন:- করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতি করে ভুয়া প্রতিবেদন দেওয়ার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে এ মামলায় বিচার শুরু হলো। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর বৃহস্পতিবার এ আদেশ দেন। অভিযোগ গঠনের সময় কারাগার থেকে সাহেদকে আদালতে হাজির করা হয়। অভিযুক্ত অপর চার আসামি হলেন দীপায়ন বসু, অনিন্দ্য দত্ত, মাসুদ পারভেজ ও মিজানুর রহমান। আসামিদের মধ্যে দীপায়ন ও অনিন্দ্য পলাতক। অন্য আসামিরা আদালতে হাজির ছিলেন। সাহেদের আইনজীবী দবির উদ্দিন বলেন, করোনার প্রতিবেদন জালিয়াতির ঘটনার মামলায় সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের সময় সাহেদসহ অন্যরা আদালতের কাছে ন্যায়বিচার চান। করোনার প্রতিবেদন জালিয়াতির অভিযোগে ২০২০ সালের ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযান চালান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ভ্রাম্যমাণ আদালত। পরে জানা যায়, মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ শ্রমিকের করোনার ভুয়া প্রতিবেদন দেওয়ার মাধ্যমে ২ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাৎ করেন সাহেদসহ অন্যরা। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করে পরের বছর ২০২১ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্রের তথ্য বলছে, সাহেদের নির্দেশনায় একটি সংঘবদ্ধ অপরাধী চক্র করোনার ভুয়া সনদ তৈরি করে। পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ তৈরি ও নমুনা সংগ্রহের জন্য সাহেদ দুটি দল তৈরি করেন। প্রতিদিন দুই শর মতো নমুনা সংগ্রহ করতেন। এর মধ্যে ৫০টি নমুনা পরীক্ষার জন্য জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসাপ্রতিষ্ঠানে (নিপসম) পাঠানো হতো। বাকি নমুনাগুলো পরীক্ষা ছাড়াই ভুয়া সনদ তৈরি করতেন তাঁরা।