• সোমবার, ২০ মে ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রথম নির্বাচন   সুষ্ঠু পরিবেশ নিয়েই আশংকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ঢাকায় ব্যাটারিচালিত রিকশা, লক্কড়ঝক্কড় যান চালালে শাস্তি: বিআরটিএ টাঙ্গাইল — ঝুঁকি ছাড়াই বেশি লাভ, কচুলতি চাষে ঝুঁকছেন কৃষকরা ওএমএস বিতরণে গাফলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: খাদ্যমন্ত্রী প্রাণঘাতী ব্যাকটিরিয়ার তালিকা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা মেসির ফেরার ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় পেল মায়ামি তাসখন্দ থেকে রাষ্ট্রদূতকে কিরগিজস্তানে পাঠাচ্ছে বাংলাদেশ — কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের গুরুতর আহতের খবর পাওয়া যায়নি : পররাষ্ট্র মন্ত্রণালয় সামান্য অর্থ বাঁচাতে গিয়ে বর্জ্য ব্যবস্থাপনাকে উপেক্ষা করে দেশ ধ্বংস করবেন না : প্রধানমন্ত্রী মেট্রোরেলে এনবিআরের ১৫ শতাংশ ভ্যাট আরোপ ভুল সিদ্ধান্ত: ওবায়দুল কাদের ওয়াদুদ মাতুব্বরের প্রার্থিতা বহাল: ফরিদপুর সালথা উপজেলা নির্বাচনে বাধা নেই

শিলপাটা দিয়ে স্বামীকে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামের ইপিজেড থানার নারিকেল তলা এলাকায় শিলপাটা নিয়ে স্বামী মো. শাহীনকে হত্যার দায়ে স্ত্রী বিউটি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে ইপিজেড থানা পুলিশ। বিউটি আক্তার (২৮), নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার কোনাপাড়া ফজলু মেম্বারের বাড়ীর মৃত মো.জিতু মিয়ার মেয়ে। তিনি নগরের ইপিজেড থানার নারিকেল তলা হাজী মঈনুদ্দীন বিল্ডিং ৪র্থ তলায় রুম ভাড়া নিয়ে বসবাস করতেন। ইপিজেড থানার ওসি মোহাম্মদ হোসাইন জানান, বিউটি আক্তারের সঙ্গে তার স্বামী মো. শাহীনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়।

এক পর্যায়ে বিউটি আক্তার তার বাসায় থাকা মসলা বাটার শিলপাটা নিয়ে স্বামী মো. শাহীনকে দিকে ছুড়ে মারলে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পাটাটি ভেঙে দুই টুকরা হয়ে গেলেও বিউটি আক্তার পুনরায় পাটার ভাঙা টুকরা দিয়ে স্বামী শাহীনের মাথার পুনরায় আঘাত করে। তিনি আরও জানান, বিউটি আক্তার পাটার টুকরা দিয়য়ে শাহীনের পিঠে, দুই হাতে ও দুই পায়ের বিভিন্ন অংশে আঘাত করে জখম করে। পরে শাহীনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শাহীন গত সোমবার ভোরে মারা যান। মো. শাহীনের ছেলে মো. মারুফ মিয়া সৎ মা বিউটি আক্তারের বিরুদ্ধে মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিউটি আক্তারকে গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ