• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:২০ পূর্বাহ্ন

৯ এপ্রিল ছুটি থাকছে না

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : সোমবার, ১ এপ্রিল, ২০২৪

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদুল ফিতরের আগে ৯ এপ্রিল (মঙ্গলবার) ছুটি রাখার সুপারিশ করেছিল আইনশৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তবে মন্ত্রিসভা বৈঠকে সেই সুপারিশ নাকচ করা হয়েছে। এর ফলে ৯ এপ্রিল ছুটি থাকছে না।

এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রিসভা বৈঠকে অংশ নেওয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি সোমবার বেলা পৌনে ১২ টায় টেলিফোনে যুগান্তরকে বলেন, ৯ এপ্রিল ওয়ার্কিং ডে থাকবে।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোজাম্মেল হক বলেন, ‘আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে। এরমধ‌্যে ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। এতে কাজে স্থবিরতা নামতে পারে। তবে যারা দূরে ঈদ করতে যাবেন তারা তো চাইলে ছুটি নিতে পারেন। তাদের সেই অধিকার আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ