খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ।
অপহরণের সঙ্গে জড়িত মো. রাকিব হোসেন ও আমিনুল ইসলামকে টাঙ্গালের ধনবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে খাগড়াছড়িতে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, ভিকটিম খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বাদশ প্রথম বর্ষের ছাত্রী। তিনি বড় বোনের বাসায় থেকে লেখাপড়া করতেন। গত বৃহস্পতিবার সকালে ভিকটিম বাসা থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। সন্ধ্যা হয়ে গেলেও ভিকটিম বাসায় না ফেরায় ভিকটিমের বাবা রঞ্জন ত্রিপুরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শনিবার মাটিরাঙ্গা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার ধনবাড়ী এলাকা থেকে অপহরণকারীদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ এবং ভিকটিমকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে বলে ব্রিফিয়ে জানানো হয়।