• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে অপহৃত ভিকটিমকে ১২ ঘন্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

কাঠ ব্যবসায়ী ভিকটিম আমিনুল হক ভাসানী (৭০), পিতা- মৃত আহসান উল্ল্যাহ বেপারী, মাতা- মৃত রমিসা খাতুন, সাং- দাপা ইদ্রাকপুর, বালুঘাট মজসিদ সংলগ্ন, থানা- ফতুল্লাহ, জেলা- নারায়ণঞ্জ কাঠ ক্রয়ের উদ্দেশ্যে গত ২৯/০৩/২০২৪খ্রি. দিবাগত রাত ১০.০০ ঘটিকায় ঢাকা হতে দীঘিনালা গামী শান্তি পরিবহনে উঠেন এবং ৩০/০৩/২০২৪খ্রি. সকাল ০৭.৩০ ঘটিকায় দীঘিনালা বোয়ালখালী নতুন বাজার বাসস্ট্যান্ড নেমে কাঠ ব্যবসায়ীদের খোঁজ খবর নেওয়ার সময় ০২ (দুই) জন অজ্ঞাতনামা ব্যক্তি মোটরসাইকেল যোগে কাঠের বাগান দেখানোর কথা বলে দীঘিনালা থানাধীন জামতলী বাঙ্গালী পাড়া কবরস্থানের পশ্চিমে পুরাতন আর্মি ক্যাম্প টিলা বর্তমানে মোফাজ্জলের টিলাস্থ সেগুন বাগানে নিয়ে যায়। এরপর উক্ত স্থানে আরো অজ্ঞাতনামা ০৫ (পাঁচ) জন ব্যক্তি উপস্থিত হয়ে ভিকটিম কাঠ ব্যবসায়ী আমিনুল হক ভাসানী (৭০) কে আটক ও মারপিট করে ভিকটিমের মেয়ের মোবাইল নাম্বারে অপহরণকারীরা ফোন করে ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা মুক্তিপণ দাবী করে। উক্ত সংবাদটি ভিকটিমের মেয়ে পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার), খাগড়াছড়ি পার্বত্য জেলা মহোদয়কে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করেন। এই ঘটনায় অত্র জেলায় একটি চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনা চাঞ্চল্যকর ও স্পর্শকাতর উপলদ্ধি করে তাৎক্ষণিক পুলিশ সুপার, খাগড়াছড়ি সরেজমিনে দীঘিনালা থানায় উপস্থিত হয়ে ভিকটিম উদ্ধার সহ ঘটনার প্রকৃত আসামীদের গ্রেফতারের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার, খাগড়াছড়ি মহোদয়ের নেতৃত্বে ও সুদক্ষ দিকনির্দেশনায় দীঘিনালা থানার অফিসার ইনচার্জসহ একাধিক চৌকস দল দীঘিনালার জামতলী এলাকায় দূর্গম পাহাড়ে ঘটনা অনুসন্ধান প্রাথমিক সনাতন পদ্ধতিতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ পূর্বক সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের মাধ্যমে জামতলী পাহাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম কাঠ ব্যবসায়ী আমিনুল হক ভাসানী (৭০) কে জামতলীস্থ দূর্গম পাহাড়ী এলাকা বর্তমানে মোফাজ্জলের পাহাড়ের কেচিং হতে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের সহায়তায় উক্ত অপহরণ ঘটনার মূলহোতা আসামী মোঃ রাকিব হোসেন (২৮), পিতা- মৃত তোফাজ্জল হোসেন, সাং-জামতলী বাঙ্গালী পাড়া, থানা- দিঘীনালা, জেলা খাগড়াছড়িকে ধৃত করে ভিকটিমের সামনে আনলে ভিকটিম তাকে অপহরণকারী হিসেবে সনাক্ত করেন এবং জানান যে, উক্ত ধৃত আসামী ১। মোঃ রাকিব হোসেন (২৮) সহ অজ্ঞাতনামা ০১ জন ভিকটিমকে সকাল ০৭.৩০ ঘটিকায় দীঘিনালা থানাধীন বোয়ালখালী নতুন বাজার বাসস্ট্যান্ড হতে কাঠের বাগান দেখানো জন্য মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে নিয়ে যায় এবং ভিকটিমের পরিবারের নিকট ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা মুক্তিপণ দাবীসহ প্রচুর মারধর করে। পরবর্তীতে ধৃত অপহরণকারী দলের নেতা আসামী ১। মোঃ রাকিব হোসেন (২৮) এর স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী ঘটনার সাথে সম্পৃক্ত আসামী ২। মোঃ সহিদুল হোসেন (৪০) কে অত্র থানার কাঁঠালতলী এলাকা হতে গ্রেফতার করা হয় এবং অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য জোর অভিযান চলমান আছে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ