রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ১ লাখ ৪ হাজার ৮০০ ইয়াবা জব্দের মামলায় তিন আসামিকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহ্সিন ইফতেখার গতকাল বুধবার এই রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। বিচারচলাকালে আসামিদের কারাবাসের সময় সাজার মেয়াদ থেকে বাদ যাবে। দণ্ডিতরা হলেন- মাদারীপুরের দত্তকেনন্দুয়ার শ্রীনাথাদি গ্রামের গাড়ি চালক মো. মামুন হাওলাদার, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির মান্দ্রা গ্রামের মো. মানিক এবং দক্ষিণ কেরানীগঞ্জের পূর্ব শুভাটা গ্রামের মো. আলাউদ্দিন।
মামুন ও মানিককে রায় ঘোষণার আগে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আর আলাউদ্দিন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৫ ডিসেম্বর ভোররাতে তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি পিকআপ থেকে ইয়াবাগুলো উদ্ধার করে র্যাব। কক্সবাজার থেকে সিলিন্ডারের ভেতরে করে ইয়াবাগুলো ঢাকায় আনা হয়েছিল। ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে র্যাব-২ এর জেসিও আবুল হোসেন বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন। পরের বছরের ৬ মার্চ ওই থানার এসআই রুহুল আমিন আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০২১ সালের ১ মার্চ অভিযোগ গঠন করে আদালত। মামলার বিচার চলাকালে ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়।