চুরের থাইলদ্দার রাজা মিয়ার ধামরাইয়ের ভাবনহাটী এলাকার ভাঙ্গারীর দোকান আর সেই ভাঙ্গারীর দোকানের ভেতরে চোরাইকৃত মালামাল সহ ২ জন চোর কে সাধারণ জনতা হাতেনাতে আটক করেন এমন তথ্য পেয়ে গণমাধ্যম কর্মীরা সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে রাজা মিয়া সংবাদ সংগ্রহ করতে বাধা প্রদান করেন,কিন্তু এতে হার না মেনে কৌশলে গণমাধ্যম কর্মীরা তথ্য সংগ্রহ করেন,, চুরের থাইলদ্দার রাজা মিয়া তা বুঝতে পেরে গণমাধ্যম কর্মীদের ম্যানেজ করার চেষ্টা করে ব্যার্থ হয়, তারপর পররই নিজের পিঠ বাঁচাতে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট চাঁদা দাবি করার অপবাদ দেন।
চুরের থাইলদ্দার নামে রাজা মিয়াকে এলাকায় সবাই এক নামে চিনে এর আগেও প্রিন্ট পত্রিকা, অনলাইন পোর্টাল সহ ইলেকট্রনিকস মিডিয়ায় রাজা মিয়ার বিরুদ্ধে চুরের থাইলদ্দার হিসেবে সংবাদ প্রকাশিত হয়।
কিছু দিন পূর্বে ১১ফেব্রুয়ারী ফরহাদ নামের এক যুবককে রাজা মিয়ার ভাঙ্গারী দোকান থেকে অটো ভ্যান ক্রয় করে রাস্তা দিয়ে যাওয়ার পথে জনগণ আটক করেন চোরাইকৃত অটোভ্যান সহ পরবর্তীতে ফরহাদ জানায় রাজা মিয়ার কাছে থেকে ৪২ হাজার টাকা দিয়ে অটোভ্যান ক্রয় করেছেন তিনি,, এই ঘটনা ও ধামাচাপা দিতে ব্যয় করেছেন লক্ষ টাকা।
এখানেই শেষ নয় আগেও কয়েক বার চুরাইকৃত মাল রাজা মিয়ার ভাঙ্গারীর দোকানে পাওয়া যায় এনিয়ে এলাকাবাসী আতঙ্কে আছেন এই চোরদের থেকে মুক্তি চায় এলাকাবাসী।রাজা মিয়ার খুটির জোর কোথায় এনিয়ে চলছে আলোচনা সমালোচনা।