• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন

রামগড় থানায় ৫৪ (চুয়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪

একটি দেশের আর্থিক ও সামাজিক অবক্ষয়ের সবচেয়ে বড় কারন মাদক ও চোরাকারবারি। এই মাদক ও চোরাকারবারির সাথে জড়িত অপরাধীদের দমনের জন্য এবং খাগড়াছড়ি জেলার সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম(বার) মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন । খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এই ধারাবাহিকতায় অদ্য ১০/০২/২০২৪ খ্রি., রাত ০১.১৫ ঘটিকায় রামগড় থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন রামগড় থানাধীন রামগড় পৌরসভার ০৯ নং ওয়ার্ডস্থ রামগড় বাজারের কাউছার ক্রোকারিজ দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মোঃ ইয়াছিন (৩২), পিতা- কুদ্দুস মিয়া, মাতা- হালিমা বেগম, গ্রাম- জগন্নাথ সোনাপুর (আব্দুল কুদ্দুসের বাড়ী), থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনীকে ধৃত করে তাহার হেফাজত হইতে ৫৪ (চুয়ান্ন) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১,১৫০/- (এক হাজার একশত পঞ্চাশ) টাকা ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ