মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারি সকালে শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের মাঠে সকল শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ কামরুন্নাহারের সভাপতিত্বে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠ, বেলুন ও শান্তির পায়রা অবমুক্ত করন ,কোরান তেলাওয়াত, ত্রিপিটক ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠান জুড়ে ছিলো কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, যেমন খুশি তেমন সাজ একক ও দলীয় নাচ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার ২৪ আর্টিলারি বিগ্রেড ও রিজিয়ন কমান্ডার গুইমারা রিজিয়ন।
এসময় তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন এবং জয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ, শিক্ষার মানোন্নয়নে,পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নাচ, গানেরও প্রয়োজন আছে। এতে ডিজিটাল মোবাইলে আসক্ত হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধ মুলক কাজ থেকে বিরত থাকবে শিক্ষার্থীরা।