একটি দেশের আর্থিক ও সামাজিক অবক্ষয়ের সবচেয়ে বড় কারন মাদক ও চোরাকারবারি। এই মাদক ও চোরাকারবারির সাথে জড়িত অপরাধীদের দমনের জন্য এবং খাগড়াছড়ি জেলার সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন । খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার এর নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এই ধারাবাহিকতায় ৬ ফেব্রুয়ারী রাতে মানিকছড়ি থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মানিকছড়ি থানাধীন ০১নং মানিকছড়ি ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের মানিকছড়ি মুসলিমপাড়া সাকিনস্থ আসামী মোঃ হানিফ প্রকাশ স্বপন মিয়া (২৮) এর বসতঘর হতে আসামী মোঃ হানিফ প্রকাশ স্বপন মিয়া (২৮), গৃহ ও দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে ৬০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করে আসামীকে গ্রেফতার পূর্বক থানা হেফাজতে গ্রহন করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন । গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।