খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার (এফএআরটিসি) দীঘিনালা সেনানিবাস কর্তৃক প্রায় তিন’শ বিভিন্ন বয়সী রোগীদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ঔষুধ বিতরণ করা হয়।
৩ ফেব্রুয়ারি (শনিবার) দুপুরে উপজেলার কবাখালি ইউপির পাবলাখালী শান্তিপুর উচ্চবিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেই ও ঔষুধ বিতরণ করা হয়। এ সময় মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম এম মেহেদী হাসান (আরএমও) রোগীদের চিকিৎসা প্রদান করেন।
এছাড়াও মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন (এফএআরটিসি) প্রধান প্রশিক্ষক লে. কর্ণেল মাহফুজ মান্নান সুমন (পিএসসি)। তিনি বলেন, জাতি, গোষ্ঠী নির্বিশেষে অত্র এলাকার পিছিয়ে পড়া মানুষের সুচিকিৎসার জন্য আমাদের এ আয়োজন। ভবিষ্যতে আমাদের পক্ষ থেকে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় মেজর আব্দুল্লাহ আল মামুন, ক্যাপ্টেন দুর্লভ কুমার রায়, ক্যাপ্টেন রিফাত জামিল, ক্যাপ্টেন আব্দুল্লাহ হীল মাফি উপস্থিত ছিলেন।
মেডিকেল কেম্পেইন কর্তৃক চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষুধ পেয়ে মিনু চাকমা (৫৫), রাম মহন (৭০), শান্তি প্রভা (৬০) সহ অনান্য উপকার ভোগীরা (এফএআরটিসি) দীঘিনালা সেনানিবাসের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।