<<<<মোঃ দিদারুল ইসলাম>>>>
ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জের ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম ও গামছা পিছিয়ে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা ও এক লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার (২৮ জানুয়ারি) মোঃ আনসার মিয়া বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বাদী আনসার মিয়া বলেন, গত শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমিনবাজার হিজলা আমার বর্তমান বাসার সামনে দিয়ে যাওয়ার সময় জোরপূর্বক তুলে নিয়ে বাড়িতে তালা বদ্ধ করে।
আমার ছেলেকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। উপজেলার আমিন বাজারে হিজলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মোঃ সাজ্জাদ হোসেন বর্তমানে সাভার এনাম মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জমি জমা সম্পর্কিত পূর্ব বিরোধের জের ধরিয়া আমিনবাজার হিজলা গ্রামের বিবাদী নিপু ,হেলেনা, জিহাদ ,নূহ , নুরু মিস্ত্রী , হেলেনা , তাহারন , তাহামিনা হিজলা গ্রামের আমার ছেলে মোহাম্মদ সাজ্জাদ হোসেন (৩২) কে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন ভয়ভীতিসহ হুমকী ধামকি দিয়ে আসিতেছে। এমতাবস্থায় গত ইং ২৭ তারিখ সন্ধ্যা ৬.৩০ মিনিটে আমার ছেলে আমিনবাজার হিজলা আমার বর্তমান বাসার সামনে দিয়ে যাওয়ার সময় উল্লেখিত বিবাদীসহ আরও অজ্ঞাতনামা ১০/১২ জন বিবাদী আমার ছেলেকে জোরপূর্বক তুলিয়া বিবাদী নূহুর বাসায় নিয়ে আটক করিয়া আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে তার গলায় গামছা পেচাইয়া শ্বাসরোধ করিয়া হত্যার চেষ্টা করে। তখন আমার ছেলে ছুটা ছুটি করিলে বিবাদীর হাতে থাকা হাতুড়িসহ লোহার রড দিয়া আমার ছেলেকে এলোপাথারীভাবে পিটাইয়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া নীলা ফুলা জখম করে। আমার ছেলে ডাকচিৎকার করিলে ডাকচিৎকার শুনিয়া আমার স্ত্রী শাহনাজ বেগম (৫০), বিবাদীর বাসায় যাইয়া আমার ছেলেকে রক্ষার চেষ্টা করিলে বিবাদীরা আমার স্ত্রীর চুলের মঠি ধরিয়া টানা হেচড়া করিতে থাকে, এমনকি আমার স্ত্রীকেও এলোপাথারীভাবে পিটাইয়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করিয়া নীলা ফুলা জখম করে। আমার ছেলের সাথে থাকা একটি স্মার্ট মোবাইল ফোন সহ তার অফিসের নগদ ১,৮০,০০০/= টাকা নিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাদের ডাকচিৎকার শুনে এসে তাদেরকে উদ্ধার করেন।
বাদল আনসার মিয়া সাংবাদিকদের জানান, এ ঘটনা নিয়ে থানায় মামলা করলে তাকে হত্যাসহ তার হাত পা ভেঙ্গে দিবে বলে হুমকি দেয়। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতা আছেন।