• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:০৪ অপরাহ্ন

খাগড়াছড়িতে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার ১

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

খাগড়াছড়ি জেলার সদর থানা এলাকার ভাইবোনছড়া ইউনিয়নের গাছবান ২নং প্রকল্প এলাকা আগ্নেয়াস্ত্রর ভয় দেখিয়ে চাঁদাবাজী করার সময় অবৈধ দেশীয় তৈরী অস্ত্র—গুলি এবং চাঁদা আদায়ের রশিদ জব্দসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেন থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ৪টার দিকে খাগড়াছড়ি সদর থানার  টহল টিম ডিউটিকরা কালীন সময়ে গোপন সূত্রে সংবাদ পায় যে, খাগড়াছড়ি সদর থানাধীন ৫নং ভাইবোনছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ গাছবান ২নং প্রকল্প এলাকার খাগড়াছড়ি টু পানছড়িগামী সড়কে একজন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রের ভয়—ভীতি দেখিয়ে অত্র সড়কে চলাচলকৃত যানবাহন থেকে চাঁদা আদায় করছে।

আতঃপর এমন সংবাদের প্রেক্ষাপট খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর, পিপিএম (বার) এর সার্বিক—দিকনির্দেশনায় খাগড়াছড়ি সদর থানার একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে সুকৌশলে আসামী—সোনামনি বৈষ্ণব ত্রিপুরা (৩৯) কে দেশীয় তৈরী অস্ত্র—গুলি এবং চাঁদা আদায়ের রশিদসহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামি হলেন-সোনামনি বৈষ্ণব ত্রিপুরা (৩৯)খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নের  ২নং প্রকল্প গাছবান, এলাকার মৃত নির্মল দাস বৈষ্ণব ত্রিপুরা,র ছেলে উদ্ধার ও জব্দকৃত  এক টি দেশীয় তৈরি অস্ত্র, দুইটি সাদা রংয়ের কার্তুজ, একটি চাঁদা আদায়ের রশিদ বই।

খাগড়াছড়ি সদর থানা সূত্রে জানান, জেলার অভ্যন্তরীন আইন শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুন্ন রাখতে এবং খাগড়াছড়ির সম্মানিত নাগরিকদের একটি ভীতিহীন, শান্তিপুর্ণ সুশীল সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে খাগড়াছড়ি জেলায় মাল্টিলেয়ার সুরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ বিভিন্ন পুলিশি আইনি কার্যক্রম প্রণয়ন করেছেন।

জেলা পুলিশ সুপার মহোদয়ের নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট অত্র জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। মাদক, চোরাচালান, চাঁদাবাজী, সন্ত্রাসী কর্যক্রম বন্ধে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর নেতৃত্বে অভিনব ও যুগোপযোগী কৌশলে প্রতিনিয়ত এই  সকল অপরাধের সাথে জড়িত অপরাধীরা গ্রেপ্তারসহ আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে খাগড়াছড়ি জেলা পুলিশ। আসামির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ