খাগড়াছড়ি প্রেস ক্লাব এর সাহিত্য ও ক্রীড়া সম্পাদক, প্রবীণ সাংবাদিক ওমর ফারুক শামীম আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার রাতে হৃদ রোগে আক্রান্ত হয়ে রাজধানীর মুগ্দা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী-সন্তানসহ তিনি অংসখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খাগড়াছড়ি প্রেসক্লাবে শ্রদ্ধা নিবেদন শেষে ২০ জানুয়ারি শনিবার বাদ যোহর খাগড়াছড়ি কোর্টবিল্ডিং সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হবে। সাংবাদিক ওমর ফারুক শামীম এর মৃত্যুতে শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে, খাগড়াছড়ির সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার।
এদিকে-খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন এর পক্ষে সভাপতি প্রদীপ চৌধুরী,খাগড়াছড়ি প্রেসক্লাবের পক্ষে জীতেন বড়ুয়া,গুইমারা প্রেসক্লাবের পক্ষে সভাপতি নুরুল আলম,মানিকছড়ি প্রেসক্লাবের পক্ষে সাধারন সম্পাদক আব্দুল মান্নান,রামগড় প্রেসক্লাবের পক্ষে নিজাম উদ্দিন লাভলু,মাটিরাঙ্গা প্রেসক্লাবের পক্ষে সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভূঁইয়াসহ সর্বস্থরের নেতৃবৃন্দরা শোক-সমবেদনা জ্ঞাপন করেছে। পাশাপাশি মরহুমের আত্মার শান্তি কামনা করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে প্রতিদিনের খাগড়াছড়ি পরিবারের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানিয়েছে সম্পাদক মো: সৈকত হাসান,বার্তা সম্পাদক মো: আল-মামুন সিদ্দিকসহ মিডিয়ায় কর্মরতরা।