ইয়াছিন রামগড় থানার জিআর-৬৬/২০১৭(টিআর-১৮/২০১৭), ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিল ৯ (ক) এর সাজা এক বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত, জিআর-৪৪৭/২০১৮, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯ (ক) এর সাজা ০১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত আসামি।
এছাড়া, জিআর-২৯৭/২০০২, এসটি-২৮/২০০৩, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর পরোয়ানাভুক্ত, বিশেষ ট্রাইব্যুনাল-৯২/২০১৫, ভূজপুর-০৪ (০৮) ২০১৪ (প্রসেস নং-২১৫/২১) ধারা-সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর পরোয়ানাভুক্ত, বিশেষ ট্রাইব্যুনাল-৯২/২০১৫, ভূজপুর-০৪(০৮)২০১৪(প্রসেস নং-২৩৫/২১) ধারা- সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর পরোয়ানাভুক্ত এবং জিআর-৩৩৬/২০১৭, এসটি-১৫৮/২০১৭, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৯ (ক) এর পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মো. ইয়াছিনকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মানিকছড়িতে তার বড় মেয়ের শ্বশুর বাড়ির হতে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়।