খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারাতে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবির গুইমারা সেক্টর ও বর্ডার গার্ড হাসপাতাল গুইমারার উদ্যোগে স্থানীয় অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে নিজস্ব ব্যবস্থাপনায় সকালে সেক্টর সদর দপ্তরে অন্তত ৩শতাধিক শীতার্ত মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। এ সময় তিনি বলেন পার্বত্য এলাকার মানুষ শান্তি প্রিয়, সরকারও পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, পাহাড়ে বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি শৃঙ্খলা রক্ষায় সরকারকে সহযোগিতা করছে। বিজিবির এ সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে অতিরিক্ত পরিচালক (অপারেশন্স) মেজর শাহ মোহাম্মদ আজাদ আলী, বর্ডার গার্ড হাসপাতাল গুইমারার ভারপ্রাপ্ত কমান্ডার মেজর মোহাম্মদ নাফিস ইসলাম, মেজর উম্মে হাবিবা, মেজর মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও যামিনীপাড়া ব্যাটালিয়ন, খেদাছড়া ব্যাটালিয়ন ও রামগড় ব্যাটালিয়ন সহ সেক্টর সদর দপ্তর তাদের নিজ নিজ এলাকার দরিদ্র ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।