বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন মতিঝিল থানা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে মোঃ মাসুদ রানাকে আহ্বায়ক ও ইউনুছ বেপারীকে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগ।গত ১১ই ডিসেম্বর-২৩ইং তারিখে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন আহবায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয় এবং নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে তিন মাসের ভিতর সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয় এর সাথে পূর্বের সকল কমিট বিলুপ্ত করা হয়। এই প্রতিবেদককের এক প্রশ্নের জবাবে নির্বাচিত আহবায়ক মোঃ মাসুদ রানা বলেন আমি সর্ব প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বাঙালির রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট নিহত বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদদের এবং ৩ই নভেম্বর জেলখানায় নিহত জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে নিহত হওয়ার সকল শহীদের। ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগ নেতৃবৃন্দ আমাকে বিশ্বাস করে আমার উপরে যেই গুরুদায়িত্ব অর্পণ করেছেন সেই দায়িত্ব আমি মতিঝিল থানা জাতীয় শ্রমিক লীগের সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে পালন করব।তিনি আরো বলেন অতিতেও মতিঝিল থানা শ্রমিক লীগের সকল নেতাকর্মীদের যেই কোন বিপদ-আপদে পাশে ছিলাম এখনো আছি আগামীতেও থাকবো ইনশাল্লাহ।অন্য এক প্রশ্নের জবাবে মাসুদ রানা বলেন মতিঝিল থানা শ্রমিকলীগ হবে ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন সকল থানার রোল মডেল সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি এবং দেশব্যাপী বিএনপি-জামায়াত এর নৈরাজ্য অগ্নি সন্ত্রাস ষড়যন্ত্রের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্রীয় ও মহানগর শ্রমিক লীগের যেকোনো নির্দেশনা পালনে সর্বদা প্রস্তুত থাকবে।