মাসুদুল হক: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার রসুলপুরে অবৈধ ভাবে পাহাড়ের পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। ২৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে পাহাড়ের মাটি কাটার মুল হোতারা পালিয়ে যায় । পরে তাদের সাথে অনেক চেষ্টার পরেও যোগাযোগ করা সম্ভব হয়নি। জানা গেছে, এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গোপনে রাতের আধাঁরে এসব পাহাড়ের মাটি কেটে সাবার করে দিচ্ছেন।
বর্তমানে এর আশপাশে থাকা পরিবারগুলো যে কোন সময় পাহাড় ধ্বসের আশংকা নিয়ে ঝুকিপূর্ণ অবস্থায় দিনাতিপাত করছে বলে জানান উক্ত এলাকার বাসিন্দারা। প্রতি বছর এই পাহাড় কাটার কারনে পাহাড় ধ্বসে মৃত্যুর কোলে ঢলে পরে অনেক পরিবার। তাই পাহাড় কাটা বন্ধ করে পরিবেশ রক্ষায় সাধারন জনসাধারনকে পাহাড় ধ্বসের ভয়াবহ কবল থেকে রক্ষা পাবার জন্য এলাকাবাসী সুদৃষ্টি ও সচেতনতা কামনা করেন নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেজবাহ উদ্দিন ।