নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
শনিবার বার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে নির্মিত ‘স্বাধীনতা সোপানে’ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ৫২তম মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা চক্র বর্তী কর্মসূচির শুরুতে স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সহকারী পুলিশ সুপার আবু হাফর মো. সালেহ (মাটিরাঙ্গা সার্কেল) ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কৃঞ্চ কমল ধর অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে আটটায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁনের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণ করেন।
একই সময়ে বীর মুক্তিযোদ্ধা, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ, বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, এনজিও প্রতিষ্ঠান স্বাধীনতা সোপানে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর পরপর মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী ।
এ সময় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কৃঞ্চ কমল ধর তাদের সাথে ছিলেন। এর পরপরই শান্তির প্রতীক কবুতর উড়িয়ে বিজয় দিবসের দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে মার্চপাস্ট কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সালাম গ্রহণ করেন তারা। মার্চপাস্টে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি চৌকসদল ছাড়াও আনসার-ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও গার্লস গাইড সদস্যরা অংশগ্রহণ করে। মাটিরাঙ্গা থানা পুলিশের এসআই ময়নাল হোসেন প্যারেড কমান্ডার হিসেবে মার্চপাস্টে দায়িত্ব পালন করেন।
দিবসটি উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা ভবন সজ্জিতকরণসহ সরকারি-বেসরকারি অফিস, রাজনৈতিক দলের কার্যালয় ও ব্যবসায়ী প্রতিষ্ঠনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেজবা উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃঞ্চ ধর, ভাইস চেয়ারম্যান আনিচুজ্জামান ডালিম, জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, পৌর কমান্ডা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, কৃষি কর্মকর্তা সবুজ আলী প্রমুখ ।
অনুষ্ঠানের শুরুতেই বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তীসহ অতিথিরা।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, বীরাঙ্গনা এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।
বিজয়ের ৫২ বছর পরেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই উল্লেখ করে বক্তারা বলেন, সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে ঊন্নয়নের পথে অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদগণ উপস্থিত ছিলেন।