সারাদেশের ন্যায় খাগড়াছড়ির গুইমারায় যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শনিবার( ১৬ ডিসেম্বর) সকালে ৬টা ২২মিনিটে গুইমারা শহিদ মিনারে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা।
পরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা কমান্ডার,জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,জেলা পরিষদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে ঐতিহাসিক গুইমারা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধের ডিসপ্লে প্রদর্শন করা হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে গুইমারা থানার ওসি মো. আরিফুল আমিন, ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, মংশে চৌধুরী, রেদাক মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফজাল হোসেনসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ দিনটি গৌরবোজ্জ্বল মহা অর্জনের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের অবিস্মরণীয় গৌরবময় দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।
প্রসঙ্গত; ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অধীনে পরিচালিত দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের মধ্যে দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।