মোহাম্মদ ইউনুছ, নাইক্ষ্যংছড়ি বান্দরবান প্রতিনিধি,
নাইক্ষ্যংছড়ি উপজেলার নবাগত নির্বাহী অফিসারের যোগদান উপলক্ষে মঙ্গলবার ( ১২’ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার ( ভূমি) উজ্জ্বল রায় এর সভাপতিত্বে এতে
প্রধান অতিথি ছিলেন সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া।
এ সময় তিনি বলেন,অপরূপ সুন্দর নাইক্ষ্যংছড়ির পাহাড়-প্রকৃতি। প্রথম সভার উপস্থিতিতে বোঝা গেছে এখানকার মানুষ প্রশাসন বান্ধব। কম সময়ের মেসেজ এ সর্বস্থরের মানুষ পরিচিতি সভায় যোগদান করেছেন।
তিনি সীমান্ত পরিস্থিতির কথা শুনে বলেন, চোরাচালান বন্ধে তিনি তার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে জিরো টলারেন্সে নিয়ে আসতে পারবেন বলে ও জানান এ সময়। এছাড়া যোগদানের ২৪ ঘন্টার মাথায় প্রথম বৈঠকে সরকারের সবকাজে নিষ্টার সাথে কাজ করতে সকলের সহায়তাও কামনা করেন তিনি। বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান যথাক্রমে মংহ্লা ওয়াই মার্মা ও শামিমা আক্তার,থানার অফিসার ইনচার্জ
মোহাম্মদ আবদুল মান্নান,উপজেলা আওয়ামীলীগের লীগের সহ-সভাপতি
মোহাম্মদ ইমরান চেয়ারম্যান,সদর ইউপি
চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আবসার ইমন,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে আবদুচ্ছাত্তার ও চুচু মং সার্মা, সরকারী-বেসরকারী কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিক,
রাজনৈতিক নেতৃবৃন্দ।