মোহাম্মদ ইউনুছ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী – চাক হেডম্যান পাড়া সড়কটি সংস্কার হয়নি দুই যুগেও। সংস্কার অভাবে
সড়কটি এখন প্রায়ই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।
গতকাল (২৬ নভেম্বর) সরজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায় বাইশারী বাজার হয়ে চাক হেডম্যান পাড়া সড়কটি প্রায় সাড়ে চার কিলোমিটার পর্যন্ত হবে। তবে গুরুত্বপূর্ণ এই জনবহুল এলাকার সড়কটি দীর্ঘ ২ যুগের অধিক সময় পার হলে ও কতৃপক্ষের নজরে আসেনি।
গত ১৯৯৬ সালে আওয়ামিলীগ সরকারের আমলে এই সড়কির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে ব্রীক সলিন ধারা উন্নয়ন করেছি। সেই থেকে ২০২৩ সালেও হয়নি কোন সংস্কার। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে খান খন্দকে ভরপুর। উক্ত সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে রাবার শ্রমিকসহ হাজারো মানুষের। আর
সড়কের উভয় পাশে বসবাসরত দশ গ্রামের মানুষ।
এছাড়াও এই সড়ক দিয়ে প্রতিদিন রাবার বাগানের উৎপাদিত কোটি টাকার রাবার – কৃষি পন্য নেওয়া আনা করছে। বর্তমানে সড়কটির মাঝখানে রয়েছে ফারিখালের উপর দৃষ্টি নন্দন রাবার ড্যাম প্রকল্প। প্রতিদিন শত শত স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের যাতায়াত। এক কথায় সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফারিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাই লাউ চাক বলেন একটু বৃষ্টি হলে ছাত্র ছাত্রীদের যাতায়াতে তারা রোগী হয়ে পড়ে।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, সড়কটি( ৭, ৮,৯ নং) ৩ টি ওয়ার্ডের মাঝখানে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ সড়কটির এখন বেহাল দশায় পরিনত।
বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন, সড়কটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে তৎকালীন ব্রীক সলিন ধারা উন্নয়ন করা হলে ও বর্তমানে এল, জি ই ডি র আইডিতে লিপিবদ্ধ করা হয়েছে। সড়কটি সংস্কার প্রয়োজন দাবি করে তিনি বলেন। অচিরেই মন্ত্রি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে কার্পেটিং ধারা উন্নয়ন এর কাজ করা হবে। সড়কটি দ্রুত কার্পেটিং ধারা উন্নয়নের দাবি সচেতন মহলের।