বিনোদন ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত নাট্যব্যক্তিত্ব আলী যাকেরকে স্মরণ করা হবে স্মৃতিকথা, গান-কবিতায়। এ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে আলী যাকেরের নাট্যদল ‘নাগরিক নাট্য সম্প্রদায়’। আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে ‘স্মৃতিতে স্মরণে আলী যাকের’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নাগরিক নাট্য সম্প্রদায়ের সভাপতি আসাদুজ্জামান নূর জানান, স্মারক বক্তৃতা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তারা আলী যাকেরকে স্মরণ করবেন।অনুষ্ঠানে স্মারক বক্তৃতা দেবেন কলকাতার থিয়েটারের অভিনেতা লেখক বিভাস চক্রবর্তী। এ ছাড়া নাগরিকের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন।
১৯৭২ সালে আরণ্যকের ‘কবর’ নাটকে অভিনয় করেন আলী যাকের, শুরু হয় মঞ্চে তার পথচলা। সে নাটক দেখে পরে লেখক জিয়া হায়দার ও অভিনেতা নির্দেশক আতাউর রহমান তাকে নিয়ে যান তাদের দল নাগরিক নাট্য সম্প্রদায়ে। মৃত্যু পর্যন্ত আলী যাকের ওই নাট্যদলের সভাপতি ছিলেন।