মাটিরাঙ্গায় অবৈধ ভারতীয় গাড়ীর যন্ত্রাংশ ও সিএনজি আটক, গ্রেফতার ২
অনলাইন ভার্সন
আপডেটঃ :
শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
শেয়ার
মাটিরাঙ্গায় অবৈধ ভারতীয় মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশ ও রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি আটক করেছে পুলিশ। এসময় মো: বিল্লাল হোসেন (২১) ও মো: শাহ আলম (২৩) নামে দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডেল গাজীনগর এলাকায় অভিযান চালিয়ে এসব যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
গ্রেফতার কৃতরা হলো, মাটিরাঙ্গার দক্ষিন শান্তিপুর এলাকার বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে মো: বিল্লাল হোসেন (২১) ও উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা মৃত শাহাবুদ্দিনের ছেলে মো: শাহ আলম (২৩)।
পুলিশ সুত্রে জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশ বাজারজাত করার জন্য এনে মজুদ করা হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গার গাজীনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাটিরাঙ্গা থানা পুলিশ। অভিযানকালে মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এসময় অবৈধ যন্ত্রাংশ পরিবহনে ব্যবহৃত একটি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশের আনুমানিক মুল্য ছয় লক্ষ টাকা বলেও জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যথা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় অঅইনশৃঙ্খলা রক্ষাসহ মাদক-চোরাচালান রোধে কাজ করে যাচ্ছে মাটিরাঙ্গা থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারির কারনে নাশকতকারীসহ, মাদক ও চোরাকারবারীদের অপতৎপরতা কমে আসছে। চোরাকারবারীদের বিরুদ্ধে খাগাড়ছড়ি জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগ: +৮৮০২৪৭১২২৭৩২, ০১৭১১৭৮৩৪১৪, সহ সম্পাদক: ০১৮৪৩৩৩৪১১১, ইমেইল: bartomankotha@gmail.com, ad.bortamankotha@gmail.com
সম্পাদক ও প্রকাশক কর্তৃত ৯২ আরামবাগ ক্লাব মার্কেট মতিঝিল ঢাকা ১০০০ থেকে প্রকাশিত এবং আরএস প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত।