কক্সবাজারেন রামুর একটি চেকপোষ্টে বিজিবির তল্লাশিতে তিন কোটি ৫ লাখ টাকার বেশি মূল্যের সোনাসহ আটক একজন। বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ ৩০ বিজিবি’র দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২রা নভেম্বর ৩০ বিজিবি’র রামু ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত মরিচ্যা যৌথচেকপোষ্টে নিয়মিত তল্লাশীকালীন ০১ জন আসামীসহ ৩,০৫,২৩,৫০০/- টাকা মূল্যের ২১ (একুশ) টি (৩ কেজি ৪৯০.৪৫ গ্রাম বা ২৯৯.২৫ ভরি) স্বর্ণের বার উদ্ধার করা হয়’। ৩০ বিজিবি পরিচালক- অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়,’বিজিবি তাদের নিজ কর্তব্যে অটুট থেকে দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযানসহ সীমান্ত দিয়ে চোরাকারবারীরা যাতে বাংলাদেশ সরকারকে কর/ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে মালামাল পাচার করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর মরিচ্যা যৌথ চেকপোষ্ট কর্তৃক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, আর্ন্তজাতিক চোরাচালানী চক্রের একজন সদস্য বিপুল পরিমান স্বর্ণ নিয়ে অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করেছে। গত ০১ নভেম্বর ২০২৩ তারিখ বিকালে মরিচ্যা যৌথ চেকপোষ্ট অতিক্রম করতে পারে। এতদপ্রেক্ষিতে মরিচ্যা যৌথ চেকপোষ্টের তল্লাশী কার্যক্রম জোরদার করা হয়। যার প্রেক্ষিতে আনুমানিক ২০০০ ঘটিকার সময় একটি কাভার্ড ভ্যান তল্লাশীকালে দ্বিতীয় আসনধারীর আচরণ সন্দেজনক হওয়ায় তাকে কাভার্ড ভ্যান হতে তল্লাশীর জন্য নামানো হয়। পরবর্তীতে কাভার্ড ভ্যানের দ্বিতীয় আসনধারী মোঃ আবুল মনছুর (৩৮) (রাহিঙ্গা), পিতা- জাহিদ হোসেন, গ্রাম- বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-০৯, ব্লক নং-এইচ/২, সাইট মাঝি সেলিম, হেড মাঝি- আব্দুল আমিন, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে পুঙ্খানুপুঙ্খরূপে তল্লাশী করা হলে তার পরিহিত পায়জামার ভিতরে অভিনব কৌশলে লুকায়িত অবস্থায় আনুমানিক ৩,০৫,২৩,৫০০/- (তিন কোটি পাঁচ লক্ষ তেইশ হাজার পাঁচশত) টাকা মুল্যমানের ৩৪৯০.৪৫ গ্রাম বা ২৯৯.২৫ ভরি ওজনের ২১ (একুশ) টি স্বর্ণের বার এবং ২১,৫০০/- টাকা মূল্যের ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে উক্ত স্বর্ণের বারগুলো বালুখালী সীমান্ত অতিক্রম করে মায়ানমার হতে ক্রয় করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। উল্লেখ্য, কর/ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে বর্ণিত স্বর্ণ চোরাচালানী কাজে জড়িত থাকায় উক্ত চোরাকারবারীকে আটক করতঃ রামু থানায় সোপর্দ করা হয়েছে এবং তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ৩,০৫,৪৫,০০০/- (তিন কোটি পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা, ধৃত আসামী ০১ জন।|