• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম:
হালিশহর থানার অভিযানে বিপুল পরিমান চোলাই মদ উদ্ধার আটক স্বামী-স্ত্রী খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, তৃণমূল বিএনপি ও কংগ্রেসের স্থগিত শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তিতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির র‍্যালি উপহার সামগ্রী শীতবস্ত্র বিতরণ “অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করছি” টাকা আর লবিং থাকলে আইন থাকে ভ্যানিটি ব্যাগে ডিজিএম সৈয়দ সালমা উসমান গুইমারা থানায় অভিযান চালিয়ে চোরাকারবারি আটক-২ খাগড়াছড়িতে নানা আয়োজনে পালিত হলো পার্বত্য শান্তি চুক্তির ২৬ তম বর্ষপূর্তী গুইমারায় ৪টি ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা গুইমারা নাশকতার ঘটনায় বিএনপির ৬নেতাকর্মী আটক “অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করছি” অগ্রণী ব্যাংক লিমিটেডের ডিজিএম সৈয়দ সালমা উসমানের অনিয়ম দুর্নীতি দেখার কেউ নাই (পর্ব-৪) রাজশাহীতে আদালত চত্বর ও রেলগেটে ককটেল বিস্ফোরণ, আহত ২

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে একসঙ্গে ঘুরছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

বিনোদন ডেস্ক

 

বিচ্ছেদের চলমান গুঞ্জন উড়িয়ে দিয়ে একসঙ্গে ঘুরছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। গত রবিবার রাতে মালাইকাকে সঙ্গে নিয়ে ডিনার ডেটে যান অর্জুন। এর আগে ক্যামেরার ফ্রেমবন্দী হন তারকা এ জুটি।
এদিকে দুজনের প্রেম দীর্ঘ পাঁচ বছরের। সম্প্রতি গুঞ্জন চাউর হয়েছিল—সে সম্পর্ক নাকি ভাঙনের মুখে। তবে দুই তারকার সাম্প্রতিক ছবি দেখে নতুন প্রশ্ন তৈরি হয়েছে নেটিজেনদের মনে। সত্যই কী একসঙ্গে আছেন তারা?

অপরদিকে গত কয়েক মাস ধরে বলিপাড়ায় অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে নানা চর্চা হয়েছে। মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কে নাকি চিড় ধরেছে। নেটপাড়ার অনেকেই খেয়াল করেছেন অর্জুন কাপুর এর পরিবারের অনেককেই নাকি আনফলো করে দিয়েছেন মালাইকা। অনেকেই লক্ষ্য করেছেন অর্জুন কাপুরের বোন জাহ্নবী কাপুর, খুশি কাপুর, অংশুলা কাপুরের পাশাপাশি কাকা অনিল কাপুর এবং অর্জুনের বাবা বনি কাপুরকেও আনফলো করেছেন মালাইকা।

শুধু তাই নয়, মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর নাকি সামাজিক মাধ্যমে ইনফ্লুয়েন্সার কুশা কপিলার প্রেমে পড়েছেন অর্জুন—এমন খবরও বের হয়েছিল। এছাড়া অর্জুনের সঙ্গে মালাইকার প্রেম ভাঙার খবরে সামনে এসেছিল মালাইকার ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট। এক সকলকে অভিনেত্রী লিখেছিলেন, ‘পরিবর্তনই জীবনের নিয়ম। যাঁরা শুধুই অতীত ও বর্তমান নিয়ে বাঁচেন, তাঁরা হয়ত ভবিষ্যৎকে হারিয়ে ফেলেন’। মালাইকার এ পোস্টে অর্জুনের সঙ্গে তার বিচ্ছেদ জল্পনাকে আরও দৃঢ় হয়।

রবিবার রাতে মুম্বইয়ে টেনিস প্রিমিয়ার লিগের পঞ্চম সিজনের জন্য খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালাইকা-অর্জুন। নিলামের অনুষ্ঠানে টেনিস প্রিমিয়ার লিগেরই একটি দলের জার্সি পরেছিলেন মালাইকা। অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় যদিও জার্সি বদলে নিজের একটি টি-শার্ট পরে নেন তিনি। অন্যদিকে, অনুষ্ঠানে জার্সি ও সেখান থেকে বেরোনোর পথে নিজের একটি সোয়েটশার্ট পরেছিলেন অর্জুন।

১৯৯৮ সালে সলমন খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা। ২০১৬ সালে সেই সম্পর্কে চিড় ধরে। ১৮ বছরের দাম্পত্যে ইতি টেনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তারা। ২০১৯ সালে শেষের দিকে নিজেদের সম্পর্কে সিলমোহর দেন মালাইকা ও অর্জুন। অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল, মালাইকাকে নাকি পছন্দই করতো না কাপুর পরিবার। ডিভোর্স ও ছেলের চেয়ে বয়সে ১১ বছরের বড় বউমা ঘরে আনতে রাজি ছিলেন না বনি কাপুর। তবুও বাড়ির ছেলের মুখ চেয়েই তারা কিছুটা নমনীয় হয়েছিলেন।

তবে মালাইকা-অর্জুন বিচ্ছেদ গুঞ্জনের চাউর হয়েছিল অর্জুন নাকি কুশা কপিলার সঙ্গে প্রেম করছেন। যে কুশার সঙ্গে সম্প্রতি তার স্বামী জোরাওয়ার সিং আহলুওয়ালিয়ার বিচ্ছেদ হয়েছে। যদিও এই গুঞ্জন অস্বীকার করেছেন কুশা কপিলা নিজেই। তবে এবার অর্জুন-মাইলাইকার ডিনার ডেটের ছবি সব সমীকরণ পাল্টে দিল—তবে রহস্যের জট খুলেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ