• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন

যারা উত্তেজিত ছিলেন, তাদের রাজ ঠেকানোর চেষ্টা করছিলেন : মৌসুমী হামিদ

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

বিনোদন ডেস্ক

 

তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগে অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হয়েছে। খেলাকে কেন্দ্র করে বেশ কয়েকজন তারকা হাতাহাতিতে জড়িয়েছে। এরপর বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়েছে, অভিনেত্রী মৌসুমী হামিদের গায়ে বোতল ছুড়ে মেরেছেন চিত্রনায়ক শরিফুল রাজ। এ ঘটনায় মৌসুমী হামিদ আহত হয়েছে বলেও খবর ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে শুরুতে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন এই অভিনেত্রী। তিনি জানালেন, তার দিকে রাজ বোতল ছুড়ে মারেননি। বরং তাকে জড়িয়ে যে খবরগুলো ছড়িয়েছে তা সবই বিব্রতজনক।

এক ফেসবুক স্ট্যাটাসে মৌসুমী লিখেছেন, ‘আমি আহত হই নাই। কে বা কারা এই বিভ্রান্তি ছড়াচ্ছেন আমি জানি না। শরীফুল রাজ বোতল ছুড়ে মেরেছিলেন ফ্লোরে। বোতলটি ফেটে আমার গায়ে পানি লেগেছে মাত্র। আমি নিজে এটা নিয়ে কোনো অভিযোগ করিনি। কারণ, আমি দেখেছি আমাকে বা অন্য কাউকে উদ্দেশ করে বোতলটি তিনি ছুড়ে মারেননি; বরং যারা উত্তেজিত ছিলেন, তাদের রাজ ঠেকানোর চেষ্টা করছিলেন।’

এ ঘটনায় সামাজিকভাবেও নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে মৌসুমী হামিদকে। কেউ কেউ ফোন দিয়ে তার শারীরিক অবস্থার খবর নিচ্ছেন। যা তাকে বেশ বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে।

অভিনেত্রী লিখেছেন, ‘কেন শুধু শুধু বারবার আমাকে কেন্দ্র করে এ ঘটনা ছড়ানো হচ্ছে, এটা আমি জানি না। কাল থেকে এখন পর্যন্ত অসংখ্য মানুষ আমাকে কল দিয়েছেন, যাঁরা আমাকে ভালোবাসেন। সবাই চিন্তিত হয়েই কল দিয়ে খবর নিচ্ছেন আমি ঠিক আছি কি না। আমি নিজেও ভাবিনি এত মানুষ আমাকে ভালোবাসেন। আমরা সবাই মানুষ এবং প্রত্যেকেই আলাদা মানুষ। আপনাদের কাছে অনুরোধ, একজনকে দিয়ে সবাইকে বিবেচনা করবেন না। আর বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।’

প্রসঙ্গত, সেলিব্রিটি ক্রিকেট লিগের (সিসিএল) দ্বিতীয় দিনের খেলায় পরিচালক দীপংকর দীপন ও মোস্তফা কামাল রাজের দলের খেলোয়াড়দের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। দীপংকর দীপন প্রেস ব্রিফিংয়ে দাবি করেন, শিল্পীদের নিয়ে আয়োজিত খেলায় মাঠে ক্রিকেট ব্যাট দিয়ে আক্রমণ করা হলো, শিল্পীদের মারা হলো! ব্যাট দিয়ে তেড়ে আঘাত করা হলো। তাদের কোথায় রাগ, কোথায় ক্ষোভ? তবে নির্দিষ্ট করে হামলাকারী কারও নাম বলেননি।
হামলা প্রসঙ্গে আরেক দলের অধিনায়ক পরিচালক মোস্তফা কামাল রাজ বলেন, ‘অভিযোগ আমার দলের খেলোয়াড়দের বিরুদ্ধে নয়। বাইরের কিছু লোকের বিরুদ্ধে। আমি মনে করি, আমরা সবাই মিলে একটা পরিবার। সেই পরিবারে অনেক সময় ঝগড়া হয়। এখানেও তেমন একটা ঘটনা ঘটেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page