জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠন স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, জনাব খলিলুর রহমান সিরাজী ও শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুখময় সরকার এর যৌথ অনুপ্রেরণায় বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে, কাজিপুর উপজেলার ১নং সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের প্রায় ২৫০ জন শিক্ষার্থী বিনামূল্যে দুপুরের পুষ্টিকর খাবার পাবে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মিড ডে মিল কর্মসূচির শুভ উদ্বোধন করেন জনাব মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, সম্মানিত জেলা প্রশাসক সিরাজগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব খলিলুর রহমান সিরাজী, জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান কাজিপুর উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক কাজিপুর উপজেলা আওয়ামী লীগ। জনাব এসএম হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজিপুর, সিরাজগঞ্জ। কাজি মোঃ অনিক ইসলাম সহকারী কমিশনার (ভূমি) কাজিপুর, সিরাজগঞ্জ।
জনাব দ্বীন মোহাম্মদ বাবলু, ভাইস-চেয়ারম্যান কাজিপুর উপজেলা পরিষদ, সিরাজগঞ্জ। জনাবা মোছাঃ শাপলা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান কাজিপুর উপজেলা পরিষদ, সিরাজগঞ্জ। উজ্জ্বল কুমার ভৌমিক, সাংগঠনিক সম্পাদক কাজিপুর উপজেলা আওয়ামী লীগ। মোঃ আব্দুর রাজ্জাক, সভাপতি সোনামুখি ইউনিয়ন আওয়ামী লীগ। ফরিদুল ইসলাম, অধ্যক্ষ আমিনা মুনসুর ডিগ্রি কলেজ, কাজিপুর। করুনা দেবী, সভাপতি ম্যানেজিং কমিটি অত্র বিদ্যালয়।
পরে কর্মসূচির আওতায় ১নং সোনামুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরন করা হয়।