মোঃ আজিজুল ইসলাম,
কাজিপুর উপজেলায় স্মার্ট প্রাথমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলো ৩৬ নং বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার (২৭ জুলাই) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর শুভগাছা স্মার্ট প্রাথমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেছেন জনাব মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, সিরাজগঞ্জ।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় স্মার্ট প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ খলিলুর রহমান সিরাজী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুখময় সরকার।
৩৬ নং বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল পাঠদান কক্ষে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর স্থাপন করে স্মার্ট ক্লাসরুম প্রতিষ্ঠা করা হয়েছে। সকল ছাত্রছাত্রীদের ডিজিটাল হাজিরা সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয়ে ইলেকট্রিক নেইমপ্লেট স্থাপন করা হয়েছে। এই বিদ্যালয়ে মিড ডে মিল চালু আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ অনিক হাসান নয়ন এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদ্য ঘোষিত সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান জনাব খলিলুর রহমান সিরাজী, চেয়ারম্যান কাজিপুর উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক কাজিপুর উপজেলা আওয়ামী লীগ। জনাব সুখময় সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজিপুর সিরাজগঞ্জ। জনাব হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা, কাজিপুর, সিরাজগঞ্জ। দ্বীন মোহাম্মদ বাবলু, ভাইস-চেয়ারম্যান কাজিপুর উপজেলা পরিষদ ও সভাপতি কাজিপুর উপজেলা কৃষকলীগ। মোছাঃ শাপলা খাতুন মহিলা ভাইস-চেয়ারম্যান কাজিপুর উপজেলা পরিষদ।