• শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার মার্কো রহনপুর পুনর্ভবা নদীতে ছাত্রের মরদেহ উদ্ধার বিএনপিতে কোন সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা হবেনা: কাজী মফিজুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিমানবন্দর থানা সেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রা নবযোগদানকৃত ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সাংবাদিকদের সাথে মতবিনিময় ও বইমেলা-২০২৪ উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত শরণখোলায় ব্রাকের সহায়তায় সাইক্লোন রিমেলে ক্ষতিগ্রস্ত ৫৫ পরিবার পেল নতুন ঘর ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ০৮ জন ঝালকাঠিতে জঙ্গিদের বোমা হামলায় নিহত দুই বিচারকের শ্রদ্ধাঞ্জলি! রামপালে তিন দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন রামপাল প্রতিনিধি সাব্বির আহমেদের মাধ্যমে জানা যায় তারাকান্দা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে এক লক্ষ বিশ হাজার টাকা জরিমানা আদায়

রহনপুর পুনর্ভবা নদীতে ছাত্রের মরদেহ উদ্ধার

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

গোমস্তাপুর উপজেলা রহনপুর  পুনর্ভবা নদীচাঁপাইনবাবগঞ্জ

মাসুদ রানাঃ গোমস্তাপুর উপজেলার রহনপুর পুনর্ভবা নদীর রেলব্রিজের নিচে গোসল করতে নেমে মুরশালিন (১৪) নামে এক মাদ্রাসার ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় তার মরদেহ উদ্ধার করে রাজশাহী থেকে আসা ডুবুরি দল। এর আগে দুপুর ১১ ৩০মিঃ দিকে রহনপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন রেল ব্রিজ ঘাটে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। নিহত ছাত্র রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সে রাজশাহী তেরখাদিয়া মসজিদ-ই-নূর মাদ্রাসার সপ্তম শ্রেণি পড়ুয়া ছাত্র। ৭জন সহপাঠীর সঙ্গে রাজশাহী থেকে ট্রেনে করে রহনপুরে ঘুরতে এসেছিলেন। পরে তারা রেলস্টেশন পাশে নদীতে নেমে গোসল করার সময় এ ঘটনা ঘটলে। গোমস্তাপুর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মাহতাবউদ্দিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মুরশালিনের সহপাঠী তাসরিফসহ অন্য সহপাঠীরা জানান, বৃহস্পতিবার সকালে ঘুরার উদ্দেশ্যে তারা রাজশাহী থেকে ট্রেনে বেলা ১১ টায় রহনপুর স্টেশনে এসে পৌছান এবং সবাই মিলে সেই নদীতে গোসল করতে গিয়ে এঘটনা ঘটে। পরবর্তী ট্রেনে পুনরায় রাজশাহী ফিরে যেতেন। কিন্তু স্টেশনের পাশে নদীতে অন্যদের গোসল করতে দেখে তারাও পানিতে নেমে পড়ে। গোসলের এক পর্যায়ে মুরশালিন পানিতে ডুবে যান। স্থানীয় কিশোর রহমত বলেন, রেলব্রিজের উপরে বসে তাদেরকে দেখছিলেন। গোসল করার সময় দুইজনকে ডুবতে দেখে সে ব্রিজের ওপর থেকে লাফ দেন। একজনকে উদ্ধার করতে পারলেও মুরশালিনকে উদ্ধার করতে পারেন নি। গোমস্তাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মাহাতাব উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে যান। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে বিকেল সাড়ে তিনটায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ বা গোমস্তাপুর কোন ডুবুরি না থাকায় প্রতিনিয়ত উদ্ধারকাজে এভাবেই ব্যাহত ঘটে এবং প্রাণ হারায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ