৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিমানবন্দর থানা সেচ্ছাসেবক দল আয়োজন এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
নেতাকর্মী রঙিন পোশাক পরে, বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রায় অংশ নেন। বিমানবন্দর থানা সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মুনসুর আহমেদ মাসুম নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই শোভাযাত্রায় অংশ নিয়ে সাফল্যমণ্ডিত করেন। এই শোভাযাত্রা শুরু হয় নয়াপল্টন থেকে এবং কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হয়ে শাহবাগ মোড় পর্যন্ত পৌঁছে। এরপর শোভাযাত্রাটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন এবং বক্তব্যে বলেন, এ মিছিল দেশের স্বার্থ, ভোটাধিকার এবং গণতন্ত্র রক্ষার জন্য। তিনি জনগণের সরাসরি ভোটাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং বলেন যে, ফ্যাসিবাদমুক্ত পরিবেশের মাধ্যমে সাধারণ মানুষকে বাজার সিন্ডিকেটের প্রভাব থেকে রক্ষা করা সম্ভব হবে।
শোভাযাত্রার শুরুতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন, যেখানে তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য প্রদান করেন।
৭ নভেম্বর উপলক্ষে বিএনপি আলোচনা সভা, শোভাযাত্রা এবং ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এবারই প্রথম দলটি এত বড় পরিসরে শোভাযাত্রা আয়োজন করেছে।