পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের অভিযানে তারাকান্দা উপজেলায় ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য ও আদায় করা হয়। গতকাল ১৪ নভেম্বর( বৃহস্পতিবার) পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন তারাকান্দা , ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে ও তারাকান্দা থানা পুলিশ এর সহযোগিতায় ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার তালদিঘি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স পায়োনিয়ার রিসাইক্লিং ইন্ডাস্ট্রিকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ লঙ্ঘনের দায়ে ২০,০০০/- (বিশ হাজার) টাকা ও মেসার্স রাজ ব্রিকস কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ৫(২) ধারা লঙ্ঘনের দায়ে এক লক্ষ টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ তামান্না হুরাইরা অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। তারাকান্দা থানা পুলিশ এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।