খেলাধুলা ডেস্ক
ছক্কা হাঁকিয়ে রানের খাতা খুলেছিলেন তানজিদ তামিম। ইনিংসের প্রথম ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে রান সংখ্যাটাও খারাপ ছিল না। কোনো উইকেট না হারিয়ে ১৩ রান। বেশ ভালো শুরু বলাই যায়। কিন্তু শুরুর ভালোটা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
ওপেনার লিটন দাস লেগ সাইডে ওয়াইড লেন্থে যাওয়া বাউন্সে গ্লাভস ছুঁয়ে আউট হয়ে ফিরেছেন। রিচ টপলির বলে উইকেটের পেছনে বাটলারকে ক্যাচ দেওয়ার আগে করেছেন ৬ বলে ৫ রান।
এরপর ওয়ানডাউনে ব্যাট করতে নেমে শট খেলতে গিয়ে দ্রুত ক্যাচ দিয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। সাজঘরে ফেরার আগে করেছেন ১১ বলে মাত্র ২ রান।
দ্রুত ২ উইকেট পতনের পর তানজিদ তামিম আর মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৪৭। ৩০ রানে অপরাজিত আছেন জুনিয়র তামিম আর মিরাজ টিকে আছেন ৬ রানে।