• শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

চার বছর পর বিশ্বকাপ এবার যেসব তারকার শেষ বিশ্বকাপ, থাকতে পারেন বাংলাদেশি কারা?

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

খেলাধুলা ডেস্ক

 

দরজায় কড়া নাড়ছে ভারত বিশ্বকাপ। আগামী ৫ অক্টোবর গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম সংস্করণের। আর ১৯ নভেম্বর একই মাঠে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

বিশ্বকাপ আসলে ক্রীড়াপ্রেমীদের মনে আনন্দের ঢেউ খেলে যায়, তেমন বিষাদের রাগিনীও বেজে ওঠে। প্রতি আসরেই নিজেদের আগমনী বার্তা জানান দেয় একঝাঁক উদীয়মান তারকা। আরেকদিকে বয়সের সঙ্গে লড়ে বিদায় নেয় ধ্রুবতারারা। যাকে বলা হয় নতুনের আগমনে পুরোনোর বিদায় নেওয়া। এবার বিদায় নেওয়ার তালিকাটা বেশ দীর্ঘ হতে পারে।

একদিনের ক্রিকেটে শেষ বিশ্বকাপ খেলার তালিকায় থাকতে পারেন বাংলাদেশি সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদরা। এ ছাড়া ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের বেন স্টোকস, মঈন আলি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্টদেরও হতে পারে এটিই শেষ বিশ্বকাপ। এ তালিকায় আছেন আরও অনেকে।

চার বছর পর পর বিশ্বকাপ। এবার যারা খেলছেন পরবর্তী আসরে তারা খেলতে পারবেন কি না নিশ্চয়তা নেই। ব্যস্ত খেলার শিডিউলে ইনজুরি, বাদ পড়া কিংবা অন্য কোনো সমস্যা থাকতেই পারে। যেমন টাইগার ওপেনার তামিম ইকবালের কথাই ধরা যাক। কে ভেবেছিল তিনি এ বিশ্বকাপ খেলতে পারবেন না?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ