• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন

তামিমকে ষড়যন্ত্র করে বাদ দেয়ার ব্যাপারে মুখ খুলেছেন মাশরাফি

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

খেলাধুলা ডেস্ক

 

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের জন্য মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ সময় ১৫ সদস্যের দল থেকে বাদ দেয়া হয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ওপেনার তামিম ইকবালকে। তামিমকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়ায় বিসিবির ওপর ক্ষোভ ঝারছেন দেশের হাজারো ক্রিকেট ভক্ত। অনেকেই তামিমের না থাকার পেছনে দায়ী করছেন সাকিব ও হাথুরুকে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দল ঘোষণার আগে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দেখা যায় মিরপুর শেরেবাংলাতে। কিন্তু তিনি কি কারণে সেখানে গিয়েছিলেন এ নিয়ে কোনও পক্ষই মুখ খুলছে না। তার যাওয়ার বিষয়টি জানেন না বলে জানিয়েছেন নির্বাচক প্যানেলের সদস্য সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক রাজ।

তবে এবার তামিমকে ষড়যন্ত্র করে বাদ দেয়ার ব্যাপারে মুখ খুলেছেন মাশরাফি। জানালেন, তাকে বাদ দেয়া হয়নি, তামিম নিজেই নাকি বিশ্বকাপ দলে থাকতে চাননি। এ সম্পর্কে ভুল তথ্য যাতে না ছড়ায়, তামিমের জন্য ম্যাশ ততটুকু সম্মান প্রাপ্য মনে করছেন।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ম্যাশ লেখেন, একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে। তামিমকে বাদ দিয়েছে, আসলে সত্য হলো তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যাবধানটা অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য।

তামিম গত কয়েক মাস ধরেই ইনজুরিতে ভুগছেন। বিশ্বকাপের দল ঘোষণার আগে তার ইনজুরির বিষয়টি বিসিবিকে মাথায় রাখতেও বলেছিলেন তামিম। তারপরও কেন বিশ্বকাপ দলে থাকতে চাইলেন না দেশের সবচেয়ে সফল ওপেনার? ম্যাশ লেখেন, এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইল না। আসলে সে উত্তর আমার কাছে নাই। সেটা একমাত্র তামিমই বলতে পারে। হয়তো সে কোন একদিন বলবে, তখন আমরা বুঝতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ