খেলাধুলা ডেস্ক
এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে’তে। তবে সোমবার (১১ সেপ্টেম্বর) রিজার্ভ ডে’তেও দেখা মিলেছে বৃষ্টির। শেষ পর্যন্ত যদি বৈরি আবহাওয়ার কারণে এই দুই দলের লড়াই ভেসে যায় তাহলে পয়েন্ট ভাগাভাগি করা হবে তাদের মধ্যে। আর তাতেই ফাইনাল খেলার নূন্যতম যে আশাটুকু ছিল বাংলাদেশের সেটিও শেষ হয়ে যাবে।
টানা দুই ম্যাচ হেরে নিজেদের কাজ নিজেরাই কঠিন বানিয়েছেন সাকিবরা। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানেই পরাজিত হয় বাংলাদেশ দল। ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে বাংলাদেশের ফাইনালে ওঠার আর কোনো সুযোগ থাকবে না।
ভারত-পাকিস্তান ম্যাচের আগে বাংলাদেশের ফাইনাল খেলার সুযোগ কঠিন সমীকরণের মধ্যে টিকে ছিল। বাংলাদেশকে ফাইনাল খেলতে হলে সমীকরণটা ছিল এ রকম- পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারতে হবে ভারতকে, এরপর শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে পাকিস্তান ও ভারতকে। নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারাতে হবে টাইগারদের।
তবে বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচ যদি ফলের মুখ না দেখে সেক্ষেত্রে বাংলাদেশের ফাইনাল খেলার শেষ আশাটুকুও নিভে যাবে। ভারত-পাকিস্তান পয়েন্ট ভাগাভাগি করলে পাকিস্তানের পয়েন্ট হয়ে যাবে ৩ আর ভারতের ১। অন্যদিকে, শ্রীলঙ্কা বাংলাদেশকে হারিয়ে ২ পয়েন্ট আগেই পেয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ভারত জিতলে তাদের পয়েন্ট হবে ৩। আর শ্রীলঙ্কা জিতলে পয়েন্ট হবে ৪। ম্যাচটি বৃষ্টির কারণে না হলেও শ্রীলঙ্কার পয়েন্ট ৩ হয়ে যাবে। আর ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে পাকিস্তানের তো আগে থেকেই ৩ পয়েন্ট থাকবে। অন্যদিকে, বাংলাদেশ তাদের শেষ ম্যাচে ভারতকে হারালেও পয়েন্ট থাকবে ২।
সমর্থকদের জন্য খারাপ খবর হলো আজও কলম্বোতে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে। এমনকি আগের দিনের চেয়ে আজ বেশি বৃষ্টিও হতে পারে।