• সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ফ্যাসিষ্ট আওয়ামীলীগের পতন হলেও যুব উন্নয়নে রং বদলিতে বহাল আনিসুল মাদক সেবনকালে জনতার হাতে গাঁজা-ইয়াবাসহ আটক, পুলিশ যাওয়ার আগেই ছেড়ে দেওয়ার অভিযোগ তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি ॥ ছাত্রলীগের সাবেক নেতা রাজউক কর্মকর্তার সিন্ডিকেট দুদকের জালে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচবিএম ইকবাল প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে গেছেন শেখ হাসিনা: ড. ইউনূস ক্ষমতার দাপট দেখিয়ে গুইমারা বাজারে সরকারি ড্রেন দখল করে প্লট নির্মান, নিরব প্রশাসন দাম কমালো জ্বালানি তেলের কোম্পানীগঞ্জে বন্যার পানির তীব্র চাপে ভেঙে গেলো মুছাপুর স্লুইসগেট মোংলায় মন্দির পাহারা ও সর্বসাধারণের নিরাপত্তায় কোস্ট গার্ড তাড়াশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

টাইগারদের ফাইনাল খেলার সুযোগ থাকবে কী

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

খেলাধুলা ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোরের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডে’তে। তবে সোমবার (১১ সেপ্টেম্বর) রিজার্ভ ডে’তেও দেখা মিলেছে বৃষ্টির। শেষ পর্যন্ত যদি বৈরি আবহাওয়ার কারণে এই দুই দলের লড়াই ভেসে যায় তাহলে পয়েন্ট ভাগাভাগি করা হবে তাদের মধ্যে। আর তাতেই ফাইনাল খেলার নূন্যতম যে আশাটুকু ছিল বাংলাদেশের সেটিও শেষ হয়ে যাবে।

টানা দুই ম্যাচ হেরে নিজেদের কাজ নিজেরাই কঠিন বানিয়েছেন সাকিবরা। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানেই পরাজিত হয় বাংলাদেশ দল। ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে বাংলাদেশের ফাইনালে ওঠার আর কোনো সুযোগ থাকবে না।

ভারত-পাকিস্তান ম্যাচের আগে বাংলাদেশের ফাইনাল খেলার সুযোগ কঠিন সমীকরণের মধ্যে টিকে ছিল। বাংলাদেশকে ফাইনাল খেলতে হলে সমীকরণটা ছিল এ রকম- পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারতে হবে ভারতকে, এরপর শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হবে পাকিস্তান ও ভারতকে। নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারাতে হবে টাইগারদের।

তবে বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচ যদি ফলের মুখ না দেখে সেক্ষেত্রে বাংলাদেশের ফাইনাল খেলার শেষ আশাটুকুও নিভে যাবে। ভারত-পাকিস্তান পয়েন্ট ভাগাভাগি করলে পাকিস্তানের পয়েন্ট হয়ে যাবে ৩ আর ভারতের ১। অন্যদিকে, শ্রীলঙ্কা বাংলাদেশকে হারিয়ে ২ পয়েন্ট আগেই পেয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ভারত জিতলে তাদের পয়েন্ট হবে ৩। আর শ্রীলঙ্কা জিতলে পয়েন্ট হবে ৪। ম্যাচটি বৃষ্টির কারণে না হলেও শ্রীলঙ্কার পয়েন্ট ৩ হয়ে যাবে। আর ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে পাকিস্তানের তো আগে থেকেই ৩ পয়েন্ট থাকবে। অন্যদিকে, বাংলাদেশ তাদের শেষ ম্যাচে ভারতকে হারালেও পয়েন্ট থাকবে ২।

সমর্থকদের জন্য খারাপ খবর হলো আজও কলম্বোতে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে। এমনকি আগের দিনের চেয়ে আজ বেশি বৃষ্টিও হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ