• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:০০ পূর্বাহ্ন

এইচএসসি পরীক্ষা বাদ দিয়ে কোরিয়ায় টিটি চ্যাম্পিয়ন

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

জ্যেষ্ঠ প্রতিবেদক

খেলোয়াড়রা দেশের জন্য খেলে তারকাখ্যাতি ও জনপ্রিয়তা পান। এর পেছনে তাদের ত্যাগ-তিতিক্ষাও অনেক। ইনজুরির সঙ্গে লড়াই, কঠোর পরিশ্রমের পাশাপাশি ব্যক্তিগত-পারিবারিক জীবনেও ত্যাগ স্বীকার করতে হয়। এবার সেই ত্যাগের নজির গড়লেন জাতীয় টিটি চ্যাম্পিয়ন রামহিম লিয়ান বম।

জাতীয় টিটি চ্যাম্পিয়ন রামহিম লিয়ান বম এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষার মাঝপথেই দক্ষিণ কোরিয়ার উদ্দেশে গতকাল রওনা হয়েছেন এই টিটি খেলোয়াড়। ৩-১০ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচোনে অনুষ্ঠিত হবে এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপ। জাতীয় চ্যাম্পিয়ন এবং র‌্যাংকিং শীর্ষ চারে থাকায় রামহিম জাতীয় দলে রয়েছেন। পরীক্ষা এবং খেলা একই সময়ে পড়ায় শেষ পর্যন্ত খেলাকেই বেছে নিয়েছেন রামহিম।

এইচএসসি পরীক্ষা একাডেমিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষা বাদ দিয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলার কারণ প্রসঙ্গে রামহিম গতকাল দেশ ছাড়ার আগে বলেন, ‘পরীক্ষা জীবনের জন্য গুরুত্বপূর্ণ। তবে চিন্তা করলাম দেশের জন্য খেলাও প্রয়োজন। আমি দলে থাকলে শক্তিমত্তা বাড়ে এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপের পয়েন্টের ওপর বিশ্ব ও কমনওয়েলথ টিটিতে অংশগ্রহণের বিষয় রয়েছে। তাই অবশিষ্ট পরীক্ষা আগামী বছর অংশগ্রহণের পরিকল্পনা করে কোরিয়ায় রওনা হয়েছি।’

টেবিল টেনিসের পরিস্থিতি সাম্প্রতিক সময় একটু উত্তপ্ত। জাতীয় দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন শীর্ষ কয়েকজন খেলোয়াড় ও টিটি খেলোয়াড় সমিতি। টিটি অঙ্গনে আলোচনা রয়েছে, রামহিম পরীক্ষার জন্য এশিয়ান টিটিতে যেতে চাননি। ফেডারেশনের চাপে যেতে বাধ্য হচ্ছেন। দল নির্বাচনের মতো রামহিমের ওপর চাপ দেওয়ার অভিযোগের তীরও সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীরের ওপরই। তিনি এই প্রসঙ্গে বলেন,‘টিটি ফেডারেশন খেলার পাশাপাশি পড়াশোনাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। রামহিমের সঙ্গে আমরা আলোচনা করেছি সে গুরুত্ব বিবেচনা এবং দেশের কথা ভেবে কোরিয়া যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

রামহিম এই প্রসঙ্গে বলেন, ‘ আমার ওপর পরিবার ও ফেডারেশন কোনো পক্ষেরই চাপ ছিল না। আমার বাবাও আমাকে সিদ্ধান্ত নিতে বলেছেন যেটা ভালো হয়, ফেডারেশনও এমনটি বলেছিল। আমিই খেলার সিদ্ধান্ত নিয়েছি।’ রামহিমের তার এই ত্যাগের জন্য টিটি ফেডারেশন তার পাশে থাকবে। এমনটাই বললেন ফেডারেশনের সহ-সভাপতি , ‘আগামী বছর অসম্পূর্ণ পরীক্ষাগুলো অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয় ভর্তি ও তার পরবর্তী শিক্ষা জীবনেও ফেডারেশন তার পাশে থাকবে।’

এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৪ জন নারী ও ৪ পুরুষ অংশগ্রহণ করবেন। নারী দলে আন্তর্জাতিক অঙ্গনে এক বছর পর ফিরেছেন দুই সেরা খেলোয়াড় সোমা ও মৌ৷ গতকাল দেশ ছাড়ার আগে আন্তর্জাতিক অঙ্গনে নিজের ও দলের সেরাটা দেয়ার কথাই জানালেন, ‘ আবার আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই যেন সেরাটা খেলতে পেরে ভালো ফলাফল করতে পারি।’ বাংলাদেশ এশিয়ান চ্যাম্পিয়নিশিপে একক, দ্বৈত, মিশ্র ও দলগত ইভেন্টে অংশ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ