দুঃসময় পিছু ছাড়ছে না, টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও ১০-এ বাংলাদেশ
- আপডেট: ১২:৫০:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / ১০৫
বাংলাদেশ ক্রিকেট দলের জন্য যেন দুঃসময়টা শেষই হচ্ছে না। ওয়ানডে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে নেমে যাওয়ার পর এবার আইসিসির সর্বশেষ হালনাগাদ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও ১০ নম্বরে নেমে গেছে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি।
এটা একেবারেই অপ্রত্যাশিত নয়। গত কয়েক মাস ধরেই পারফরম্যান্সের ধারাবাহিকতা হারানো বাংলাদেশ দল ধীরে ধীরে পিছিয়ে পড়ছিল রেটিংয়ের দিক থেকে। সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এক ম্যাচে পরাজয় এবং এরপর পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে বড় ব্যবধানে হারের কারণেই র্যাঙ্কিংয়ে এই পতন ঘটেছে।
আইসিসির প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশ এখন ১০ নম্বরে অবস্থান করছে। রেটিং পয়েন্ট কমে যাওয়া এবং অন্যান্য দলগুলোর ধারাবাহিক উন্নতির ফলে এই অবস্থানে নেমে এসেছে দলটি। উল্লেখ্য, ওয়ানডেতে আগেই ১০ নম্বরে চলে গিয়েছিল টাইগাররা।
বিশ্লেষকরা বলছেন, এই পতন শুধুই র্যাঙ্কিংয়ের নয়, বরং সামগ্রিক পারফরম্যান্সেরও প্রতিফলন। লিটন দাসের নেতৃত্বে দলটি এখনো স্থিরতা খুঁজে পাচ্ছে না, যার ফলে প্রতিপক্ষের বিপক্ষে জয়ের ধারায় ফেরা সম্ভব হচ্ছে না।
চলতি বছরের শেষে শ্রীলঙ্কা সফর এবং ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ভালো ফলাফল না করতে পারলে এই অবস্থা আরও শোচনীয় হতে পারে। পাশাপাশি, ২০২৮ অলিম্পিকে অংশ নেওয়ার জন্য টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ ছয় দলের মধ্যে থাকা জরুরি হয়ে পড়েছে।
সমর্থকদের প্রত্যাশা, দলটি শিগগিরই ঘুরে দাঁড়াবে এবং পুরোনো রূপে ফিরবে। তবে সেটা করতে হলে পরিকল্পনা, খেলোয়াড়দের ফর্ম ও নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন আনতেই হবে।