০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

সহজ ম্যাচ কঠিন করে, অবশেষে জয়ের মুখ দেখলো বাংলাদেশ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:২৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / ১৩

সহজ ম্যাচ কঠিন করে, অবশেষে জয়ের মুখ দেখলো বাংলাদেশ

মো. রাকিবুজ্জামান । বর্তমান কথা

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় সহজ জয় মনে হলেও হঠাৎ করেই ম্যাচে অ্যান্টি-ক্লাইম্যাক্স তৈরি হয়। তবুও শেষদিকে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের জুটিতে স্বস্তির জয় তুলে নেয় টাইগাররা।

লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনারদের ঝড়ো শুরুতে একশর বেশি রান উঠে যায় বাংলাদেশি স্কোরবোর্ডে। তখনই জয় যেন নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে ম্যাচে আসে নাটকীয়তা। মাত্র ৯ রানের ব্যবধানে হারায় ৬ উইকেট! এ সময় সবকটি রিভিউও হাতছাড়া হয়ে যায়। স্বাগতিকরা তখন যেন নিশ্চিত পরাজয় দেখছিল।

কিন্তু ক্রিকেটের নামই অনিশ্চয়তার খেলা। সেই অনিশ্চয়তাকে জয় করেই ম্যাচে ফেরে বাংলাদেশ। সপ্তম উইকেটে নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে রিশাদ হোসেন গড়েন ১৮ বলে ৩৫ রানের জুটি। এই জুটিই রক্ষা করে বাংলাদেশকে। শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা।

এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক বলেন,

“এই ম্যাচ প্রমাণ করেছে আমরা কখনও হাল ছাড়ি না। দলের সবাই দায়িত্ব নিয়েছে, বিশেষ করে শেষদিকে সোহান ও রিশাদ দুর্দান্ত খেলেছে।”

অন্যদিকে আফগান অধিনায়ক স্বীকার করেন,

“আমরা মাঝপথে দারুণ ফিরে এসেছিলাম। কিন্তু শেষের জুটিটাই আমাদের হারিয়ে দিলো।”

বাংলাদেশের সমর্থকরা এই নাটকীয় জয়কে স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছেন। সিরিজে এগিয়ে গিয়ে এখন টাইগারদের চোখ থাকবে ধারাবাহিকতা ধরে রাখার দিকে

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সহজ ম্যাচ কঠিন করে, অবশেষে জয়ের মুখ দেখলো বাংলাদেশ

আপডেট: ১২:২৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
মো. রাকিবুজ্জামান । বর্তমান কথা

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় সহজ জয় মনে হলেও হঠাৎ করেই ম্যাচে অ্যান্টি-ক্লাইম্যাক্স তৈরি হয়। তবুও শেষদিকে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের জুটিতে স্বস্তির জয় তুলে নেয় টাইগাররা।

লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনারদের ঝড়ো শুরুতে একশর বেশি রান উঠে যায় বাংলাদেশি স্কোরবোর্ডে। তখনই জয় যেন নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে ম্যাচে আসে নাটকীয়তা। মাত্র ৯ রানের ব্যবধানে হারায় ৬ উইকেট! এ সময় সবকটি রিভিউও হাতছাড়া হয়ে যায়। স্বাগতিকরা তখন যেন নিশ্চিত পরাজয় দেখছিল।

কিন্তু ক্রিকেটের নামই অনিশ্চয়তার খেলা। সেই অনিশ্চয়তাকে জয় করেই ম্যাচে ফেরে বাংলাদেশ। সপ্তম উইকেটে নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে রিশাদ হোসেন গড়েন ১৮ বলে ৩৫ রানের জুটি। এই জুটিই রক্ষা করে বাংলাদেশকে। শেষ পর্যন্ত ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা।

এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক বলেন,

“এই ম্যাচ প্রমাণ করেছে আমরা কখনও হাল ছাড়ি না। দলের সবাই দায়িত্ব নিয়েছে, বিশেষ করে শেষদিকে সোহান ও রিশাদ দুর্দান্ত খেলেছে।”

অন্যদিকে আফগান অধিনায়ক স্বীকার করেন,

“আমরা মাঝপথে দারুণ ফিরে এসেছিলাম। কিন্তু শেষের জুটিটাই আমাদের হারিয়ে দিলো।”

বাংলাদেশের সমর্থকরা এই নাটকীয় জয়কে স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছেন। সিরিজে এগিয়ে গিয়ে এখন টাইগারদের চোখ থাকবে ধারাবাহিকতা ধরে রাখার দিকে