০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

একদিনের ব্যবধানে যশোরে কাঁচামরিচে আগুন!

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৮:১০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • /
মো.রাকিবুজ্জামান

যশোরের বাজারে একদিনের ব্যবধানে দেশি কাঁচামরিচের দাম হঠাৎ তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) কাঁচামরিচ বিক্রি হচ্ছিল কেজিপ্রতি ২৪০ থেকে ৩০০ টাকায়, কিন্তু শনিবার (৪ অক্টোবর) বড়বাজার, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার ও পালবাড়ী বাজার ঘুরে জানা গেছে যে দাম বেড়েছে কেজিপ্রতি ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকায়। অর্থাৎ মাত্র একদিনে কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা দামের উর্ধ্বগতি দেখা গেছে।

বাজারে এহেন মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে চলমান লাগাতার বৃষ্টি, দেশি কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়া এবং শারদোৎসবের জন্য টানা পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকা। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, এ অবস্থায় ক্রেতারা চরম চাপের মুখে পড়েছেন।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, বাজারে দেশি কাঁচামরিচ আসতে এখনও ১৫–২০ দিন সময় লাগবে। এরপর দাম তুলনামূলকভাবে কমে আসবে এবং ক্রেতারা স্বস্তিতে পণ্য কিনতে পারবেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

একদিনের ব্যবধানে যশোরে কাঁচামরিচে আগুন!

আপডেট: ১০:১৮:১০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
মো.রাকিবুজ্জামান

যশোরের বাজারে একদিনের ব্যবধানে দেশি কাঁচামরিচের দাম হঠাৎ তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) কাঁচামরিচ বিক্রি হচ্ছিল কেজিপ্রতি ২৪০ থেকে ৩০০ টাকায়, কিন্তু শনিবার (৪ অক্টোবর) বড়বাজার, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার ও পালবাড়ী বাজার ঘুরে জানা গেছে যে দাম বেড়েছে কেজিপ্রতি ৪০০ থেকে সাড়ে ৪০০ টাকায়। অর্থাৎ মাত্র একদিনে কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা দামের উর্ধ্বগতি দেখা গেছে।

বাজারে এহেন মূল্যবৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে চলমান লাগাতার বৃষ্টি, দেশি কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়া এবং শারদোৎসবের জন্য টানা পাঁচদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকা। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, এ অবস্থায় ক্রেতারা চরম চাপের মুখে পড়েছেন।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, বাজারে দেশি কাঁচামরিচ আসতে এখনও ১৫–২০ দিন সময় লাগবে। এরপর দাম তুলনামূলকভাবে কমে আসবে এবং ক্রেতারা স্বস্তিতে পণ্য কিনতে পারবেন।