লিবিয়ার আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাসের ঐতিহাসিক সাফল্য
- আপডেট: ১০:৫৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / ১৮
মো. রাকিবুজ্জামান
লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করে দেশের জন্য নতুন এক গৌরবের ইতিহাস সৃষ্টি করেছেন। তাঁর এ অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কার হিসেবে তাঁকে প্রদান করা হয়েছে ৫০ হাজার লিবিয়ান দিনার।
গত রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে লিবিয়ার আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, সচিব, সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুলসংখ্যক দর্শক।
এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের মোট ১২০ জন প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে থেকে চূড়ান্ত পর্বে ১৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বাংলাদেশের হাফেজ আনাসকে মনোনয়ন ও তত্ত্বাবধান করে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ। সংগঠনের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (হাফিযাহুল্লাহ)-এর প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা কারি মাসউদুর রহমান প্রতিযোগিতায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেন।
বাংলাদেশি প্রতিযোগীদের সাফল্য দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়ে আসছে। দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর ২০২২ সালে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা পুনরায় শুরু হয়। এরপর থেকে প্রায় প্রতি বছরই বাংলাদেশের হাফেজরা গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করে দেশের মান বাড়িয়ে চলেছেন।
২০২২ সালে সালেহ আহমদ তাকরীম ৭ম স্থান অর্জন করেন। ২০২৩ সালে আবু তালহা ২য় স্থান অর্জন করে ২ লাখ লিবিয়ান দিনার পুরস্কার লাভ করেন এবং একই বছরে মুস্তাফিজুর রহমান গাজী তাফসির বিভাগে ৬ষ্ঠ স্থান অর্জন করেন। ২০২৪ সালে মাহমুদুল হাসান তাফসির বিভাগে সম্মানজনক সাফল্য অর্জন করেন। সর্বশেষ ২০২৫ সালে হাফেজ আনাস বিন আতিক হিফজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশকে আবারও বিশ্ব দরবারে উজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত করলেন।