কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন,,,,,দৈনিক বর্তমান কথা
- আপডেট: ০৭:৩৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৪

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 50;
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে কলাপাড়ায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী বালুর মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাজী মো. আবুল হাসানাত রিমন সিকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌর যুবদলের আহবায়ক মো.কামরুজ্জামান কাজল তালুকদার। সভাপতিত্ব করেন টিয়াখালী ইউনিয়ন যুবদলের সভাপতি এবং টুর্নমেন্ট পরিচালনা কমিটির আহবায়ক বশির উদ্দিন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিয়াখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আ.ছালাম ফকির, সহ সভাপতি নুরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহজাহান হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রেহানউদ্দিন রেহান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব নুর এলাহী। ধারা ভাস্বকর হিসেবে উপস্থিত ছিলেন টিংকু রয়। এ সময় খেলার মাঠে শত শত ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
এ ফুটবল টুর্নামেন্টে ১২ টি দল অংশ গ্রহন করেন। উদ্বোধনী খেলায় ২-১ গোলে বর্ডার একাদশকে পশ্চিম বাদুরতলী একাদশ পরাজয় করেন।